বর্তমানে লাইমলাইট থেকে দূরে থাকার চেষ্টা করে চলেছেন ক্রিকেটার বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। তাদের সন্তানদের একটি স্বাভাবিক জীবন দেওয়ার জন্যই নাকি এই সিদ্ধান্ত। আর এই কারণে লম্বা সময় ধরে লন্ডনে রয়েছেন তারা। কিছুদিন আগে বিরাট কোহলি BCCI-এর ফিটনেস পরীক্ষাও দেন। যদিও সেটি তিনি লন্ডনেই দেন, তার জন্য ভারতে আসেননি বিরাট। এবার বিরাট ও অনুষ্কাকে নিয়ে একটি মজার ঘটনা শেয়ার করলেন ভারতীয় মহিলা ক্রিকেটার জেমাইয়া রড্রিগেস।
জেমাইয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে একটি মজার ঘটনা শেয়ার করেছেন। আর তা শেয়ার করার পর সকলেই অবাক। তিনি জানিয়েছেন, বিরাটের সঙ্গে কথা বলার জন্য তাদের নিউজিল্যান্ডের একটি ক্যাফে থেকে বের করে দেওয়া হয়। যদিও বিরাট ও অনুষ্কা লন্ডনে বা অন্য দেশে থাকলেও তারা তাদের সতীর্থদের সঙ্গে দেখা করেন। সেইরকম তারা নিউজিল্যান্ডের একটি ক্যাফেতে সতীর্থদের সঙ্গে দেখা করতে গিয়ে সমস্যায় পড়েন।
জেমাইয়া জানিয়েছেন, নিউজিল্যান্ডের একটি ক্যাফেতে জেমাইয়া রড্রিগেস, স্মৃতি মন্দানা বিরাট কোহলির সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেন। তাদের দেখা করার মূল বিষয় ছিল ভারতীয় ক্রিকেট সম্পর্কে আলোচনা। সেই ক্যাফের সঙ্গে লাগোয়া হোটেলে ভারতীয় ক্রিকেটাররা ছিলেন। সেই ক্যাফেতেই আলোচনার জন্য আসেন বিরাট এবং সঙ্গে আসেন অনুষ্কা। এরপর তাদের চারজনের আলোচনা শুরু হয় নানান বিষয় নিয়ে।
আরও পড়ুন,
অবাধ্য মিমির হাত ধরে টেনে নিয়ে চলেছেন আবীর! ভিডিও দেখে অবাক নেট দুনিয়া
তবে এই আলোচনা দ্রুত শেষ হয়নি। বরং এই আলোচনা করতে গিয়ে কেটে যায় চার ঘন্টা। ক্রিকেট, জীবন, হবি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলতে থাকে। কথা বলতে গিয়ে তাদের সময়ের হিসেব ছিল না। তাই ক্যাফে বন্ধ করার সময় হয়ে যায়। আর সেইসময় ক্যাফের কর্মচারীরা তাদের ক্যাফে থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ করেন। অবশেষে তাদের আলোচনা শেষ হয়।