Indian Railway: ভুল তথ্য ছড়িয়ে যাত্রীদের বিভ্রান্ত! অভিযোগ ভ্লগারদের বিরুদ্ধে, নিয়ম ভাঙলেই আইনি ব্যবস্থা নেব ভারতীয় রেল

Indian Railway: সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়িয়ে যাত্রীদের বিভ্রান্ত করার অভিযোগে ভ্লগারদের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে চলেছে ভারতীয় রেল। সাম্প্রতিক সময়ে একাধিক ভ্লগার নিজেদের রেলকর্মী বা রেল বিশেষজ্ঞ পরিচয় দিয়ে রেলের নিয়ম-কানুন সম্পর্কে ভুল ধারণা ছড়াচ্ছেন। এসব ভিডিও দেখে যাত্রীরা নিয়ম ভাঙার দিকেই বেশি আকৃষ্ট হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠায় দক্ষিণ রেলের চেন্নাই ডিভিশন কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, কোনও রকম সরকারি অনুমতি ছাড়া স্টেশন, ইয়ার্ড, ট্র্যাক বা রেলের অন্যান্য জায়গায় ভিডিও বা ভ্লগ করা আইনত দণ্ডনীয় অপরাধ। রেলের মতে, এই কঠোরতা শুধু নিরাপত্তার স্বার্থেই নয়, বরং ভুল তথ্যের বিস্তার রোধ করারও একটি কার্যকর উপায়। ট্র্যাকে নেমে রিল বা ভিডিও বানানো যে মারাত্মক ঝুঁকিপূর্ণ, তা আগেই বহুবার সতর্ক করা হয়েছে। এবার নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

রেলের অভিযোগ, বহু ভ্লগার নিজেদের ভিডিওতে দাবি করছেন—সাধারণ টিকিট কেটেও নাকি এয়ার-কন্ডিশন্ড (AC) কামরায় যাত্রা করা যায়, রিজার্ভেশন ছাড়া ট্রেনে উঠলে মাত্র ২৫০ টাকা জরিমানা দিলেই মিটে যায়, এমনকি প্ল্যাটফর্ম টিকিট নেওয়ার কোনও দরকার নেই। এসব ভুয়ো তথ্য দেখে অনেক যাত্রী রেলকর্মীদের সঙ্গে তর্কে জড়াচ্ছেন কিংবা ইচ্ছাকৃত নিয়ম ভাঙার চেষ্টা করছেন। এতে স্টেশন ও ট্রেনের শৃঙ্খলা ভেঙে পড়ছে বলে অভিযোগ।

পরিস্থিতি সামাল দিতে রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই আইনি পদক্ষেপের পথ নিতে শুরু করেছে। যেসব ভ্লগারের বিপুলসংখ্যক অনুসারী রয়েছে এবং যারা ধারাবাহিকভাবে ভুল তথ্য ছড়াচ্ছেন, তাঁদের একটি তালিকা তৈরি করা হচ্ছে। সেই তালিকা অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন
১৮০ কিমি স্পিড, বিমানের মতো সুবিধা!, ডিসেম্বরে আসছে বন্দে ভারত স্লিপার, বড় ঘোষণা রেলমন্ত্রীর

একই সঙ্গে যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতেও উদ্যোগ নিয়েছে রেল। ভুল তথ্য শনাক্ত ও রিপোর্ট করার জন্য বিশেষ একটি X (টুইটার) হ্যান্ডল চালু করা হয়েছে, যেখানে যাত্রীরা রেল–সংক্রান্ত ভুয়ো দাবি ট্যাগ করে জানাতে পারবেন।

আরও পড়ুন
টিকিট ছাড়াই ৩০০ যাত্রীকে বন্দে ভারতে যাত্রার অনুমতি দিল রেল!

ভারতীয় রেলের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে—নিয়ম ভেঙে ভিডিও বানানো বা ভুল তথ্য প্রচার করা আর কোনওভাবেই বরদাস্ত করা হবে না। যাত্রীর নিরাপত্তা ও রেল পরিষেবার মর্যাদা রক্ষায় ভবিষ্যতে আরও কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতও দিয়েছে রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন
এবার প্রবীণ ও মহিলাদের লোয়ার বার্থ দেবে রেল, স্মার্ট সিস্টেমে বড় বদল

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক