ভারতীয়রা ভিসামুক্ত ভ্রমণ করতে পারবেন ৫৯ দেশে

২০২৫ সাল থেকে ভারতীয় নাগরিকরা ৫৯টি দেশে ভিসা ছাড়াই বা পৌঁছে ভিসা নিয়ে ভ্রমণ করতে পারবেন। হেনলি পাসপোর্ট ইনডেক্সে ভারতের অবস্থান ৭৭তম।

ভারতীয় পর্যটকদের জন্য সুখবর! ২০২৫ সাল থেকে পৃথিবীর ৫৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন ভারতীয় নাগরিকরা। অর্থাৎ, এই দেশগুলিতে যেতে আগে থেকে কোনও ভিসার আবেদন করতে হবে না। কেউ কেউ সেখানে পৌঁছে “ভিসা অন অ্যারাইভাল” পাবেন, আবার কিছু দেশে “ই-ভিসা” সুবিধাও থাকবে।

‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’-এর ২০২৫ সালের মাঝামাঝি প্রকাশিত সর্বশেষ তালিকা অনুযায়ী, ভারতীয় পাসপোর্টধারীরা এখন ৫৯টি দেশে ভিসা-মুক্ত, ভিসা-অন-অ্যারাইভাল বা ইলেকট্রনিক ট্র্যাভেল অথরাইজেশন (eTA)-এর মাধ্যমে প্রবেশ করতে পারবেন। এর ফলে বিশ্বের পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান দাঁড়িয়েছে ৭৭তম স্থানে।

ভিসা-মুক্ত দেশসমূহ:
মালদ্বীপ, ভুটান, থাইল্যান্ড, মালয়েশিয়া, নেপাল, ইরানসহ ক্যারিবিয়ান অঞ্চলের কয়েকটি দ্বীপ রাষ্ট্রে ভারতীয়রা বিনা ভিসায় প্রবেশ করতে পারবেন।

ভিসা-অন-অ্যারাইভাল (VOA):
কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, কাতার ও তানজানিয়াসহ ২৮টি দেশে বিমানবন্দরে পৌঁছে ভিসা পাওয়া যাবে।

ই-ভিসা সুবিধা:
সেচেলিসসহ একাধিক দেশে অনলাইনে আবেদন করে ই-ভিসা পাওয়া যাবে।

তবে বিশেষজ্ঞদের পরামর্শ, টিকিট কাটার আগে অবশ্যই গন্তব্য দেশের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ ভিসা নীতি যাচাই করা উচিত, যাতে ভ্রমণে কোনও জটিলতা না হয়।

অফবিট
৯ হলেই বিয়ে দিতে হবে মেয়েদের! নেয়া বিল পাশের উদ্যোগ সংসদে

#IndiaTravel #VisaFreeCountries #HenleyPassportIndex #IndianPassport #TravelNews #VisaOnArrival #EVisa #IndianTourists

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক