দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর ধারাবাহিক বিমান বাতিলের জেরে টানা চার দিন ধরে ব্যাপক বিপর্যয় নেমে এসেছে ভারতের বিমান পরিষেবায়। শতাধিক ফ্লাইট বাতিল হওয়ায় একদিকে যেমন চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা, অন্যদিকে দেশের বিভিন্ন রুটে বিমানভাড়া বেড়ে পৌঁছে গিয়েছে আকাশছোঁয়া স্তরে।
মিডিয়া রিপোর্টে জানা গিয়েছে, মেকমাইট্রিপ (MMT), গোইবিবো এবং ইজিমাইট্রিপের মতো শীর্ষস্থানীয় বুকিং প্ল্যাটফর্মগুলিতে দিনের বেশ কিছু সময় ধরে নন-স্টপ ফ্লাইটের ভাড়া রকেটগতিতে বেড়েছে। বিকেল ৫টার পর দেখা যায়, দিল্লি থেকে বেঙ্গালুরু যাওয়ার সবচেয়ে সস্তা নন-স্টপ ফ্লাইটের ভাড়া দাঁড়ায় প্রায় ৪০,০০০ টাকা। একই দিনে বিপরীত রুটে, অর্থাৎ বেঙ্গালুরু থেকে দিল্লি যাওয়ার ভাড়া ছুঁয়ে ফেলে প্রায় ৭০,০০০ টাকা— যা সাধারণ দিনে অর্ধেকেরও কম থাকত।
নিউজ১৮–এর প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি-চেন্নাই রুটে ওয়ানওয়ে বিমানভাড়া একসময় উঠেছিল ৬৫,৯৮৫ টাকা পর্যন্ত। দেশের অন্যতম ব্যস্ততম রুট দিল্লি-মুম্বইয়ের ফ্লাইট ভাড়া দাঁড়ায় ৩৮,৬৭৬ টাকা, আর দিল্লি-কলকাতা রুটের দাম ছাড়িয়ে যায় ৩৮,৬৯৯ টাকা। মাত্র কয়েকটি আসন খালি থাকায় শেষ মুহূর্তে এই ভয়াবহ মূল্যবৃদ্ধি দেখা যায়।
এছাড়াও, দিল্লি থেকে গুয়াহাটি রুটে সর্বনিম্ন ভাড়া ছিল ২৩,৯৯৮ টাকা, আর সর্বোচ্চ ভাড়া পৌঁছে যায় ৩৫,০১৫ টাকা— যা পরিস্থিতির গভীর সংকটের ইঙ্গিত দেয়।
ইন্ডিগোর ৭০০–রও বেশি ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রী কল্যাণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু অসুস্থ বা জরুরি প্রয়োজনে যাত্রাপথে থাকা মানুষ সমস্যায় পড়েছেন। কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে আটকে থেকেও টিকিট পাননি, আবার কেউ বিকল্প রুট বা সংস্থার অস্বাভাবিক দামের মুখে অসহায় হয়ে পড়েছেন।
আরও পড়ুন
Lottery Sambad Result : ১ কোটি টাকা জিতল কে? মিলিয়ে দেখুন লটারি টিকিট
প্রতিদিনের এই অব্যবস্থাপনার ফলে পরিস্থিতি এতটাই সংকটজনক হয়ে ওঠে যে বিমান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ডিজিসিএ হস্তক্ষেপ করতে বাধ্য হয়। কেন্দ্রীয় সরকারও এই বিপর্যয় ঘিরে তদন্তের নির্দেশ দিয়েছে। সবদিক বিবেচনায় বিশেষজ্ঞদের মত, ইন্ডিগোর পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে অন্তত ৭২ ঘণ্টা সময় লাগবে।
আরও পড়ুন
Indian Railways: ট্রেনের টিকিটে ৭৫% ছাড়? এই দুর্দান্ত অফার কাদের জন্য? জানুন
দীর্ঘদিনে না হলেও এখনই দেশের বিমানযাত্রীদের এই চরম ভোগান্তির অবসান ঘটবে কি না—সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে।
আরও পড়ুন
রেপো রেটে বড়সড় কাট, স্বস্তি মধ্যবিত্তের! সস্তা হচ্ছে EMI