ফ্রিজে বরফ জমছে? দরজার সিল, কয়েল আর ফিল্টারেই ফাঁস

ফ্রিজে বারবার বরফ জমে যাচ্ছে? কারণ হতে পারে দরজার সিল, কয়েল বা জল ফিল্টারের সমস্যা। নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণেই মিলবে সমাধান।

ফ্রিজ আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। কিন্তু অনেকেই সিঙ্গেল-ডোর ফ্রিজে অতিরিক্ত বরফ জমার সমস্যায় ভোগেন। পরিষ্কার করার পরও কয়েক দিনের মধ্যেই আবার বরফের আস্তরণ পড়ে। বিশেষজ্ঞদের মতে, এর পেছনে তিনটি সাধারণ কারণ দায়ী — দরজার সিল, কয়েল ও জল ফিল্টার।

প্রথমেই দেখা দরকার ফ্রিজের দরজা ঠিকভাবে বন্ধ হচ্ছে কি না। দরজার রাবার সিল ক্ষতিগ্রস্ত হলে ঠান্ডা হাওয়া বেরিয়ে যায় এবং উষ্ণ বাতাস ঢুকে পড়ে। এই তাপমাত্রা পার্থক্যের ফলে বরফ দ্রুত জমে। সেক্ষেত্রে পুরোনো সিল বদলে নতুনটি লাগানোই উত্তম।

দ্বিতীয়ত, ফ্রিজের পিছনের কয়েল জমে থাকা ধুলো বা ময়লার কারণে জল নিষ্কাশন প্রক্রিয়া ব্যাহত হয়। ফলস্বরূপ, ভিতরের আর্দ্রতা বরফে পরিণত হয়। তাই মাসে অন্তত একবার কয়েল পরিষ্কার করা প্রয়োজন।

তৃতীয় কারণ, ক্ষতিগ্রস্ত জল ফিল্টার। ফিল্টার সঠিকভাবে কাজ না করলে ফ্রিজের ভেতরে আর্দ্রতা বেড়ে যায় এবং বরফ তৈরি হয়। পুরোনো ফিল্টার বদলে নতুন ফিল্টার লাগালে সমস্যা অনেকটাই কমে।

ফ্রিজ সঠিকভাবে চালু রাখতে হলে সপ্তাহে একবার তাক, দরজার সিল ও ফ্রিজার কম্পার্টমেন্ট পরিষ্কার করার অভ্যাস করুন। ফ্রিজের চারপাশে ফাঁকা জায়গা রাখলে বাতাস চলাচল স্বাভাবিক থাকে, ফলে মেশিন অতিরিক্ত গরম হয় না।

বিশেষজ্ঞদের পরামর্শ, বছরে অন্তত একবার টেকনিশিয়ানের মাধ্যমে মেরামত পরীক্ষা করানো উচিত। এতে ছোটখাটো সমস্যা বড় আকার নেওয়ার আগেই ধরা পড়ে।

উপসংহার:
ফ্রিজে বরফ জমা কোনো অমীমাংসিত সমস্যা নয়। দরজার সিল, কয়েল ও ফিল্টারের যত্ন নিলেই আপনার ফ্রিজ আবার চলবে ঠান্ডা মাথায়!

#FridgeHacks #HomeTips #ApplianceCare #SmartLiving #Maintenance

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক