মুক্তি পেলো ‘অপরিচিত’ সিনেমার নতুন গান ‘কে সেই মেয়ে’। সম্প্রতি নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করে তাতে এই গান জুড়ে দিয়েছেন অভিনেত্রী ইশা সাহা। তবে সেখানে তার যেই লুক দেখা গিয়েছে তা রীতিমতো ঝড় তুলেছে নেটিজেনদের বুকে।
সময়ের সাথে সাথে ইশার গ্ল্যামার যেন ক্রমাগত বেড়েই চলেছে। কীভাবে লাইমলাইটে উঠে আসতে হয় তা বেশ ভালোমতোই বুঝে গিয়েছেন অভিনেত্রী। তাইতো নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এমন সব ঝলক ভাগ করে নেন যা দেখে চোখ ফেরাতে পারেন না ভক্তরা।
সেরকমই কয়েকটি ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে ডিপ ভি কাট টিশার্ট পরে রয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই স্পষ্ট হয়েছে বক্ষবিভাজিকা। কখনো অন্যদিকে তাকিয়ে রয়েছেন, আবার কখনো আপনমনে খেলা করছেন চুলের সাথে।
শুধু তাই নয় আনমনে হারিয়ে যেতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। ছবিগুলি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘কে সেই মেয়ে।’ সাথে নীচে উল্লেখ করেছেন এই গানের শিল্পী নিকিতা গান্ধীকে। গানটি পোস্ট হওয়ামাত্রই সেখানে প্রচুর ভিউ এসে গিয়েছে ইউটিউবে।
মূলত এই গানটি অন্য স্বাদের। ফলে সেটি যে বেশ পছন্দ করেছেন শ্রোতারা তা বলাই বাহুল্য। উল্লেখযোগ্য, ‘অপরিচিত’ সিনেমা মূলত গোয়েন্দাকেন্দ্রিক কাহিনী। যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। এছাড়াও সেখানে অভিনয় করবেন আর এক নামকরা অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমার বেশ কয়েকটি গান এবং ট্রেলার। যা দেখে বোঝাই যায় সেটি হিট হতে চলেছে।
আরও পড়ুন,
*অবিবাহিত যুগলদের জন্য ওয়ো বুকিং নিয়মে বড় বদল, এবার থেকে মানতে হবে এই শর্ত
*সরকারি তথ্য অনুযায়ী আজ জন্মদিন মুখ্যমন্ত্রীর, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি