Isha Saha: নববধূর বেশে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন অভিনেত্রী ইশা সাহা (Isha Saha)। তাহলে কি গোপনে বিয়ে সারলেন তিনি? আর বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চমকে দিলেন সকলকে? আসলে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। এটি তার নতুন ওয়েব সিরিজ ‘ইন্দু’র শ্যুটিংকালীন ছবি।
হয়তো অনেকেই জানেন ইতিমধ্যেই ‘ইন্দু’ ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকদের কাছ থেকে প্রচুর প্রশংসা কুড়িয়ে ফেলেছেন এই অভিনেত্রী। বেশ কয়েকটি সিজনও চলে এসেছে এই ওয়েব সিরিজের। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তৃতীয় সিজন।
তারই শ্যুটিংয়ের কয়েক ঝলক ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায় সদ্যবিবাহিতা বধূ বেশে সেজে রয়েছেন তিনি। পরনে লাল বেনারসী, সারা শরীর গয়নায় ভর্তি, সিঁথিতে সিঁদুর।নৌকায় বসে রয়েছেন অভিনেত্রী আর তার কোলের মধ্যে রয়েছে একটি বড়ো মাছ।
এছাড়াও নৌকায় অনেকগুলি মাছও দেখা যায়। সবমিলিয়ে বলতে গেলে একটি গ্রাম্য পরিবেশ ফুটে উঠেছিল ছবিগুলিতে। যদি আমরা এই সিরিজের মূল কাহিনী দেখি তাহলে সেটি মূলত রহস্যে মোড়া। একটি বিশাল বাড়িতে একের পর এক ঘটনা ও মৃত্যু ঘটতে থাকে।
সেই বাড়িতেই বউ হয়ে যান ইন্দু অর্থাৎ ইশা সাহা। সমস্ত রকম উপায় অবলম্বন করে মৃত্যুর রহস্যগুলি ভেদ করার প্রয়াস করেন তিনি। শেষ পর্যন্ত তাতে সফল হন কিনা সেই নিয়ে এগিয়েছে গল্প। দর্শকদের কাছ থেকে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়ে ফেলেছে ‘ইন্দু’। তিনি ছাড়াও সেখানে রয়েছেন সুহোত্র মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা।
আরও পড়ুন
Raj-Subhasree: দেখুন কীভাবে পালিত হলো ‘লেডি সুপারস্টার’ শুভশ্রীর জন্মদিন! ভিডিও দেখালেন রাজ
#Isha #Indu
