গুরুতর অসুস্থ বাংলাদেশের কারাগারে বন্দী ইসকনের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু। তার শারীরিক অসুস্থতার খবরে নতুন করে উদ্বেগ বাড়ল। জানা যাচ্ছে, তিনি চট্টগ্রামের জেলে ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না। সূত্রের খবর, তার রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়েছে। এই অভিযোগে বাংলাদেশের হিন্দু সংগঠনগুলি নতুন করে সরব হয়েছে। আগামী ২রা জানুয়ারি চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মামলার শুনানি রয়েছে।
তার আগেই সন্ন্যাসীর শারীরিক অসুস্থতার খবরে উদ্বেগ বাড়ল। সন্নাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর শারীরিক অবস্থার যাতে উন্নতি ঘটে সেই প্রার্থনায় নতুন বছরের প্রথম দিনে বিশেষ সভার আয়োজন করা হয়েছে। ইসকনের তরফে বাংলাদেশে প্রতিটি মন্দিরের কাছে ওইদিন প্রার্থনা সভার আয়োজন করতে অনুরোধ করা হয়েছে। এদিকে মামলার শুনানির সময় আদালতে চত্বরে হাজির হতে পারছেন না চিন্ময় প্রভুর আইনজীবীরা।
আর এই কারণে জামিনের শুনানি এক মাস পিছিয়ে গিয়েছে। গত দেড় মাস ধরে বাংলাদেশে হয়ে চলা হিন্দুদের উপর অত্যাচারে সামনে সারি থেকে প্রতিবাদের মুখ হিসেবে বারবার বাংলাদেশী হিন্দুদের পাশে থেকেছেন চিন্ময় প্রভু। প্রতিবাদের মাঝে তার বিরুদ্ধে দেশের পতাকা অবমাননার অভিযোগ ওঠে। এরপর তাকে চট্টগ্রাম জেলে বন্দি করে বর্তমান বাংলাদেশের ইউনুস সরকার।
এদিকে চিন্ময় প্রভুর বিরুদ্ধে মামলা চলার সময় তার হয়ে একজন আইনজীবীও আদালত চত্বরে হাজির হননি। এর আগে বারবার বাংলাদেশের মৌলবাদীদের আক্রমণের মুখে পড়েছেন আইনজীবীরা। এই কারণে তাদের আদালতে হাজির থাকতে দেখা যায়নি। আর তাই চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করতে পারেননি কেউ। আর সেই কারণে এই মামলার শুনানি পিছিয়ে যায় এক মাস।
এদিকে চিন্ময় প্রভুর শারীরিক অসুস্থতার খবরে উদ্বেগ বাড়ছে। বাংলাদেশের হিন্দু সংগঠনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, জেলবন্দি চিন্ময় প্রভুর শারীরিক অবস্থার অবনতি ঘটছে। তিনি ঠিকমতন চিকিৎসা পাচ্ছেন না। তবে আরেক সূত্র দাবি করছে, চিন্ময় প্রভু ঠিকমত সুবিধা পাচ্ছেন এবং তাকে ওষুধ দেওয়া হচ্ছে। আগামী ২রা জানুয়ারি চট্টগ্রাম নিম্ন আদালতে চিন্ময় প্রভুর জামিন মামলার শুনানি। তার হয়ে সওয়াল করবেন আইনজীবী রবীন্দ্র ঘোষ৷