ভারতের মাটি থেকে ইসরোর ‘সিএমএস-০৩’ সফল উৎক্ষেপণ

শ্রীহরিকোটা থেকে এলভিএম৩ রকেটের সাহায্যে সফল ভাবে উৎক্ষেপণ হল ইসরোর ভারী যোগাযোগ উপগ্রহ ‘সিএমএস-০৩’। জিটিও কক্ষপথে স্থাপিত হবে এটি।

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সফল ভাবে উৎক্ষেপণ করল ভারী যোগাযোগ উপগ্রহ ‘সিএমএস-০৩’। রবিবার বিকেল ৫টা ২৬ মিনিটে নির্ধারিত সময়ে এলভিএম৩-এম৫ রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয় ৪,৪১০ কেজি ওজনের এই উপগ্রহটি। ভারতের তৈরি শক্তিশালী রকেট ‘বাহুবলী’ নামেই পরিচিত এলভিএম৩ রকেটের মাধ্যমে জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিট (জিটিও)-তে পাঠানো হবে উপগ্রহটিকে।

ইসরো অতীতে আরও ভারী উপগ্রহ মহাকাশে পাঠালেও তা বিদেশি লঞ্চপ্যাড ব্যবহার করে করা হয়েছিল। যেমন ২০১৮ সালে ফরাসি সংস্থা এরিয়ানস্পেস-এর মাধ্যমে ৫,৮৫৪ কেজি ওজনের জিস্যাট-১১ মহাকাশে যায়। তবে ভারতের মাটি থেকে এত ভারী উপগ্রহ পাঠানো এই প্রথম।

প্রায় ৪৩.৫ মিটার লম্বা এই ‘বাহুবলী’ রকেট ইসরোর তৈরি সবচেয়ে শক্তিশালী লঞ্চ ভেহিকলগুলির একটি। চার হাজার কেজিরও বেশি ওজনের উপগ্রহ কম খরচে জিটিও-তে পৌঁছে দিতে সক্ষম এলভিএম৩-এর এটি পঞ্চম সংস্করণ।

যদিও এই মিশনের সামরিক ব্যবহার সংক্রান্ত কোনও সরকারি মন্তব্য প্রকাশ্যে আনেনি ইসরো, তবে বিভিন্ন সূত্র দাবি করছে এর মাধ্যমে দেশের নজরদারি সক্ষমতা বাড়বে। ইসরো জানিয়েছে, সিএমএস-০৩ মূলত একটি বহুমাত্রিক যোগাযোগ উপগ্রহ, যা ভারতীয় ভূখণ্ডসহ ভারত মহাসাগরীয় অঞ্চলে পরিষেবা দেবে।

এই সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশ প্রযুক্তিতে দেশের সক্ষমতা আরও এক ধাপ বাড়ল বলে মত বিশেষজ্ঞদের।

FAQ

1. সিএমএস-০৩ কী?
এটি ইসরোর তৈরি একটি যোগাযোগ উপগ্রহ।

2. উপগ্রহটির ওজন কত?
সিএমএস-০৩-এর ওজন ৪,৪১০ কেজি।

3. কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে?
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সৎশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে।

4. কখন উৎক্ষেপণ হয়?
রবিবার বিকেল ৫টা ২৬ মিনিটে।

5. কোন রকেটে উৎক্ষেপণ করা হয়েছে?
এলভিএম৩-এম৫ রকেটে।

6. এলভিএম৩ রকেটকে কেন ‘বাহুবলী’ বলা হয়?
এর উচ্চ ক্ষমতা ও ভার বহন সক্ষমতার জন্য।

7. রকেটটির উচ্চতা কত?
প্রায় ৪৩.৫ মিটার।

8. উপগ্রহটি কোন কক্ষপথে পাঠানো হবে?
জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে (জিটিও)।

9. ভারতের মাটি থেকে এটি কি সবচেয়ে ভারী উৎক্ষেপণ?
হ্যাঁ, ভারতের মাটি থেকে এত ভারী উপগ্রহ এর আগে পাঠানো হয়নি।

10. ইসরো এর আগে কি আরও ভারী উপগ্রহ পাঠিয়েছে?
হ্যাঁ, জিস্যাট-১১ (৫,৮৫৪ কেজি), তবে বিদেশ থেকে উৎক্ষেপণ হয়েছিল।

11. জিস্যাট-১১ কোথা থেকে উৎক্ষেপিত হয়েছিল?
ফ্রেঞ্চ গায়ানার কোউরু লঞ্চ সেন্টার থেকে।

12. সিএমএস-০৩-এর প্রধান কাজ কী?
উন্নত যোগাযোগ পরিষেবা প্রদান।

13. এটি কি সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে?
আনুষ্ঠানিক ঘোষণা নেই, তবে সূত্র মতে নজরদারিতেও ব্যবহার হতে পারে।

14. উপগ্রহটি কোন কোন অঞ্চলে পরিষেবা দেবে?
ভারতীয় ভূখণ্ড ও ভারত মহাসাগরীয় অঞ্চল।

15. এটি কোন প্রজন্মের এলভিএম৩ রকেট?
পঞ্চম সংস্করণ (এম৫)।

16. এলভিএম৩ রকেটের বিশেষত্ব কী?
কম খরচে ভারী উপগ্রহ বহনে সক্ষম।

17. মিশনটি কি সম্পূর্ণ সফল?
হ্যাঁ, উৎক্ষেপণ সফল হয়েছে।

18. সিএমএস-০৩ কি যোগাযোগ ব্যবস্থার গুণমান বাড়াবে?
হ্যাঁ, বহুমাত্রিক যোগাযোগ পরিষেবা উন্নত করবে।

19. এটি কি ভবিষ্যতে বাণিজ্যিক উৎক্ষেপণে প্রভাব ফেলবে?
হ্যাঁ, ভারতের লঞ্চ সক্ষমতার প্রতি বৈশ্বিক আস্থা বাড়বে।

20. এই মিশনের মাধ্যমে ইসরোর কী লাভ?
ভারী উপগ্রহ স্বদেশি রকেটে উৎক্ষেপণের ক্ষমতা প্রমাণ।

#ISRO #CMS03 #LVM3

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক