‘সন্তান নেওয়ার সময় হয়েছে’, ৩৮ বছর বয়সেও অবিবাহিত কঙ্গনা, নেপথ্যের কারণ জানালেন অভিনেত্রী

Kangana Ranaut: আলোচনা তার পেছন ছাড়ে না। তিনি বলিউডের বিতর্কের রানী। অভিনয়ের জগৎ পেরিয়ে রাজনৈতিক দলে নাম লিখিয়েছেন তিনি ৩৮ বছরের অভিনেত্রী। কর্মজীবন তৈরি করার কঙ্গনার জীবনে ভালোবাসা আসেনি এমনটা নয়। বৈবাহিক আদিত্য পাঞ্চোলির সাথে বসবাস থেকে শেখর সুমন পুত্র অধ্যায়নের সাথে ভালোবাসার সম্পর্ক। কঙ্গনার জীবনে ভালোবাসা এসেছে বারবার, তবে শেষ পর্যন্ত টেকেনি সম্পর্ক।

রাজনীতিতে যাওয়ার পর কঙ্গনা ভাবছে কি স্থিতিশক্তি হওয়ার কথা? আপনার বিচারালয়ে এসে অভিনেত্রী এবং বিজেপি সংসদ ফাঁস করলেন কেন বিবাহ হচ্ছে না তার। কঙ্গনা জানায়, তাকে ঘিরে নেগেটিভ প্রচারের কারণে তিনি বিবাহ করতে পারছেন না। তিনি মজা করে বলেন, এক সময় তার ভাবি শ্বশুর-শাশুড়ি পলাত্বক হায়। কারণ পুলিশ তখন কঙ্গনা কে ডেকে পাঠিয়েছিল।

বিবাহ নিয়ে সম্মতি জানাতে চাইলে কঙ্গনা লজ্জাবতী হয়ে বলেন, ‘এখন, আমি এই বিষয়ে কি বলবো? বিবাহ নিয়ে আমার সম্মতি খুব ভালো, আমি ভাবি সবারই একজন সঙ্গে থাকা প্রয়োজন’।

তিনি আরো জানান, আমার মনে হয় সন্তান নেওয়ার সময় হয়েছে, কিন্তু আমার এতটাই বদনাম করা হয়েছে, যে আমি বিবাহ করতে পারছি না, আমার বিপক্ষে এত কেস আছে যখনই আমি কারো সাথে অন্তরঙ্গ হই, তখনই আমার গৃহে পুলিশ আসে অথবা আমাকে ডেকে পাঠায়। একবার আমাকে পুলিশ থেকে পাঠিয়েছিল দেখে আমার ভাবি শ্বশুরবাড়ির লোকেরা পলাতক হয়’।

কঙ্কনার পরের সিনেমা ‘এমার্জেন্সি’র শুভ মুক্তির অপেক্ষায় আছে। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছে কঙ্গনা। সিনেমা সঞ্চালকের দায়িত্বেও আছে কঙ্কনা। কঙ্কণা ছাড়াও আছে অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমনাথ, শ্রেয়াস তালপাড়ে, বিষক নায়ার এবং প্রয়াত সতীশ কৌশিকের। সিনেমাটি ১৯৭৫ সালে দেশে ঘোষণা হওয়া জরুরি অবস্থার পটভূমিতে তৈরি করা।

আরও পড়ুন,
*Gautam Gambhir: ভারতীয় দল গম্ভীরের অন্তর্ভুক্তে আরো শক্তিশালী হবে বলে মনে করে রোডাস

error: Content is protected !!