সাড়ে সাত বছর ধরে ঠিক করে ঘুমোন না অভিনেত্রী সোনাক্ষী সিনহা! এমনই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন তার স্বামী জাহির ইকবাল। যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেনদের। তবে কী কারণে এমনটা বললেন তিনি সেটাই জানা যাক এই প্রতিবেদনে।
আমরা সকলেই জানি এই দু’জনের মধ্যে ভীষণই খুনসুটিপূর্ণ সম্পর্ক রয়েছে। বিভিন্ন সময়ে একে অপরের পেছনে লাগতে দেখা যায় দু’জনকে। আর সেই সব খুনসুটিভরা দৃশ্যগুলি তারা তুলে ধরেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সেরকমই একটি মজার মুহূর্ত জাহির ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রামে।
যেখানে দেখা যায় তার কাঁধে মাথা রেখে সোনাক্ষী ঘুমোচ্ছিলেন। তবে হঠাৎ করে জাহির কাঁধ সরিয়ে নেন। এরপরই পড়ে যাওয়ার অবস্থা হয় সোনাক্ষীর। বিভ্রান্তের মতোন তাকিয়ে থাকেন জাহিরের দিকে। ঘুমের ঘোরে কিছুই বুঝতে পারছিলেন না তিনি। ভিডিওটি পোস্ট করে জাহির ক্যাপশনে লিখেছেন, ‘এই মেয়েটি সাড়ে সাত বছর ধরে ঘুমোয় না।’
অর্থাৎ মজার ছলে তিনি এমনটা বলেছেন সোনাক্ষীর সম্পর্কে। কারণ যখনই তারা কোথাও ঘুরতে যান গাড়িতে উঠলেই সোনাক্ষীকে ঘুমোতে দেখা যায়। এই কারণেই জাহিরকে এমন কথা বলতে শোনা গিয়েছে। তাদের এই মিষ্টি ভিডিওটি দেখার পর বেশ মজা পেয়েছেন ভক্তরা। প্রত্যেকের মতে তাদের দু’জনের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ।
তাইতো একে অপরের সাথে মজা করার কোনো সুযোগই ছাড়েন না তারা। আগামী দিনের জন্য শুভেচ্ছা জানাতেও দেখা গিয়েছে নেটিজেনদের। উল্লেখযোগ্য, বিয়ের পর থেকে বিভিন্ন জায়গায় ঘুরে চলেছেন জাহির-সোনাক্ষী। দেশ-বিদেশ থেকে শুরু করে তাদের হানিমুন যেন শেষই হচ্ছে না।