মুক্তি পেলো সোনাক্ষীর আগামি সিনেমা ‘জটাধর’এর টিজার। যা দেখার পর একপ্রকার মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকেরা। প্রত্যেকেই বলছেন এই সিনেমা সুপারহিট হতে চলেছে। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল ৮ তারিখে ‘জটাধর’ সিনেমার টিজার মুক্তি পাবে। সেই মতোই এদিন তা প্রকাশ্যে এসেছে।
যেখানে অভিনয় করেছেন সোনাক্ষী এবং দক্ষিণের অভিনেতা সুধীর বাবু। সিনেমাটি মূলত তেলেগু-হিন্দি ভিত্তিক। তবে অন্যান্য ভাষাতেও মুক্তি পাবে। যদি আমরা টিজার দেখি তাহলে সেখান থেকে কিছুটা আন্দাজ করা গিয়েছে সিনেমার কাহিনী সম্পর্কে। আসলে ‘জটাধর’ মূলত লোভ আর ত্যাগের লড়াই।
যেখানে লোভের অন্ধকার থেকে জন্ম হয়েছে এক নারীর। অন্যদিকে ত্যাগের আগুন থেকে জন্ম হয়েছে এক পুরুষের। সেই নারী পুরুষের ভূমিকাতেই দেখা যাবে সোনাক্ষী এবং সুধীর বাবুকে। এক কথায় বলতে গেলে এই কাহিনী দানব ও মানুষের লড়াই। আর সবশেষে সেখানে মহাদেবের উপস্থিতির ঝলকও দেখা গিয়েছে।
সব মিলিয়ে ভক্তি-শ্রদ্ধা ক্ষমতা সবকিছুকে একাকার করে দিয়েছে এই টিজার। এদিন দক্ষিণের তারকা প্রভাস সোশ্যাল মিডিয়ায় এই সিনেমার সম্পর্কে পোস্ট করেছিলেন। যেখানে লিখেছিলেন এই সিনেমার জন্য তিনি শুভকামনা জানাচ্ছেন। এছাড়াও অন্যান্য তারকারাও তাদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন।
উল্লেখযোগ্য, হিন্দি সিনেমার অভিনেত্রী সোনাক্ষী বেশ কিছুদিন কাজ থেকে দূরে ছিলেন। মূলত স্বামীর সাথে ভরপুর সময় কাটাচ্ছিলেন তিনি। তবে এবার ফিরে এসেছেন কর্মক্ষেত্রে। অন্যদিকে সুধীর বাবু তার কাজের জন্য বেশ বিখ্যাত। উল্লেখ্য, এখনো পর্যন্ত সিনেমা মুক্তির দিনক্ষণ প্রকাশ্যে আসেনি।