আর্যস্যারের রোম্যান্সে মজে নেটপাড়া! জীতু কমলের স্বীকারোক্তিতে নতুন আলোচনার ঝড়

টেলিভিশনের পর্দায় এখন একটাই নাম—আর্য সিংহ রায়। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার-এ জীতু কমলের অভিনয়ের মোহে বুঁদ ভক্তরা। দিনকে দিন বাড়ছে তাঁর জনপ্রিয়তা, তাঁকে ঘিরে তৈরি হচ্ছে নতুন ক্রেজ, আর সেই উত্তাপ ছড়িয়ে পড়ছে নেটপাড়ায়।

সম্প্রতি জীতুর একটি ফ্যানপেজ থেকে পুরনো এক সাক্ষাৎকারের অংশবিশেষ পোস্ট হওয়ায় নয়া আলোচনার ঢেউ উঠেছে। সেখানে অভিনেতাকে নিজের ‘ভালো’ এবং ‘খারাপ’ স্বভাব নিয়ে খোলামেলা বলতে শোনা যায়। জীতুর কথায়,
“আমি খুব তাড়াতাড়ি লোকজনকে বিশ্বাস করি। এটা আমার ভালো স্বভাব।”
কিন্তু তাঁর খারাপ দিক? অভিনেতার স্বীকারোক্তি,
“অনেকে আমাকে ঠকায়—জানার পরেও আমি আবার তাদের বিশ্বাস করি। এটাই আমার খারাপ অভ্যাস।”

এই বক্তব্যই নেটিজেনদের হৃদয়ে আরও জায়গা করে দিয়েছে তারকার। ফ্যানপেজে মন্তব্য—
“সহজে বিশ্বাস করা মানুষগুলোর মন খুব সুন্দর হয়। তুমি তেমনই একজন, জীতুদা।”

ধারাবাহিককে ঘিরে উন্মাদনা

দিতিপ্রিয়া রায়ের সঙ্গে বিবাদের জেরে জীতু সিরিয়াল ছাড়তে পারেন—এমন গুঞ্জন ছড়াতেই নেটপাড়ায় শুরু হয় তোলপাড়। দর্শকেরা স্পষ্ট জানিয়ে দেন, জীতুকে বাদ দিলে ধারাবাহিক বয়কট করবে তারা। এই ঘটনার পরেই স্পষ্ট হয়—‘আর্য’ চরিত্রের জনপ্রিয়তা যে কী পরিমাণ বেড়েছে!

বর্তমানে দিতিপ্রিয়া সরে যাওয়ার পর নতুন নায়িকা হিসেবে এসেছেন শিরিন পাল। শিরিন–জীতু জুটির রোম্যান্টিক দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আগুন জ্বালাচ্ছে। অনেকের দাবি, দিতিপ্রিয়া থাকাকালীন এত মাখোমাখো প্রেমের দৃশ্য দেখা যায়নি।

জীতুর পথচলা

ছোটপর্দায় জীতুর সফর শুরু হয়েছিল প্রায় ২০১০ সালে ‘নিয়তি’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে। এরপর ‘মিলন তিথি’, ‘রাঙিয়ে দিয়ে যাও’ তাঁকে এনে দেয় জনপ্রিয়তা। ‘অর্ধাঙ্গিনী’ সিরিয়াল করতে গিয়েই সহ-অভিনেত্রী নবনীতা দাসের সঙ্গে প্রেম, পরে বিয়ে—যদিও সেই দাম্পত্য টেকেনি তিন বছরের বেশি।

বড়পর্দায় জীতুর প্রকৃত সাফল্য আসে ২০২২ সালের প্রশংসিত ছবি অপরাজিত-তে, যেখানে তিনি ফুটিয়ে তুলেছিলেন সত্যজিৎ রায়ের চরিত্র। এরপর ‘মানুষ’, ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ এবং ‘গৃহপ্রবেশ’-এর মতো ছবিতে তাঁর অভিনয় মন জিতে নেয় দর্শকদের। শীঘ্রই মুক্তি পাচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর নতুন ছবি ‘আমি আমার মতো’—এর আগেও তাঁদের জুটি জনপ্রিয় হয়েছিল ‘বাবুসোনা’-তে।

বর্তমানের তারকা–তুঙ্গে জনপ্রিয়তা

আজ ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সবচেয়ে বড় আকর্ষণ জীতু কমল। আর্যস্যারের রোম্যান্স, তাঁর গভীর দৃষ্টি, সংলাপ, রসায়ন—সব কিছুতেই মাতোয়ারা দর্শক। এক কথায়—
নেটপাড়া এখন জীতু–ময়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক