‘কেউই অপরিহার্য নয়!’ দিতিপ্রিয়া নেই, তবুও টিআরপি অটুট— জীতুর মন্তব্য ঘিরে তুমুল চর্চা

টেলিপাড়ার সাম্প্রতিকতম বিতর্কের কেন্দ্রে অভিনেতা জীতু কমল ও দিতিপ্রিয়া রায়। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে গিয়েই তাঁদের মধ্যে তৈরি হয় তীব্র মতবিরোধ। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়কে কেন্দ্র করে নায়িকার আপত্তি, আর তার জেরে সহ-অভিনেতার অপমানবোধ— সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে জীতু শো ছেড়ে বেরিয়ে যান।

জীতুর বিদায়ে দর্শকদের ক্ষোভ ফেটে পড়ে সোশ্যাল মিডিয়ায়; অনেকেই জি বাংলাকে বয়কটের হুঁশিয়ারি দেন। দর্শক-চাহিদার জোরে আবারও শো-তে ফিরতে বাধ্য হন অভিনেতা। কিন্তু তাতেও সমাধান হয়নি বিরোধের। দিতিপ্রিয়া সরাসরি আর্টিস্ট ফোরামের দ্বারস্থ হয়ে জানান, তিনি আর এই সিরিয়ালে কাজ করবেন না। ফোরাম তাঁর সিদ্ধান্তে নাক গলাবে না বলে জানিয়ে দেয়, এবং চ্যানেল ও প্রযোজনাও তা মেনে নেয়।

ফলে দিতিপ্রিয়ার বিদায়ের পর যে টিআরপি-র ধাক্কা লাগবে বলে অনেকে ধরে নিয়েছিলেন, তা একেবারেই ঘটল না। গত সপ্তাহে যেখানে সিরিয়ালের রেটিং ছিল ৬ ও অবস্থান ছিল পঞ্চম স্থানে— এই সপ্তাহেও সেই সংখ্যায় কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ নায়িকার চলে যাওয়া সিরিয়ালের জনপ্রিয়তায় তেমন প্রভাব ফেলেনি বলেই পরিসংখ্যান জানাচ্ছে।

আরও পড়ুন
‘অর্ধনগ্ন হয়ে শুটিং, ভীষণ অস্বস্তি’— ‘বীরে দি ওয়েডিং’ নিয়ে বিস্ফোরক স্বরা ভাস্কর

এদিন টিআরপি রিপোর্ট প্রকাশ হতেই জীতু কমল এক মন্তব্যে ফের চর্চার কেন্দ্রে উঠে আসেন। তিনি লেখেন— “ধন্যবাদ ইউনিভার্স। ধন্যবাদ আমার ভগবান, আমার আত্মীয় দর্শক… এই পৃথিবীতে কেউই অপরিহার্য নয়। শুধু দর্শনই অমর।” নেটপাড়ার বড় অংশ এই বক্তব্যকে দিতিপ্রিয়াকে উদ্দেশ্য করে ‘খোঁচা’ বলেই মনে করছেন।

আরও পড়ুন
Mimi: কালো নেটের গাউনে উষ্ণতা বাড়িয়ে তুললেন মিমি! পোস্ট করলেন একগুচ্ছ ছবি

এদিকে দিতিপ্রিয়ার জায়গায় সিরিয়ালে নতুন অপর্ণা হিসেবে হাজির হয়েছেন শিরিন পাল। নবাগত হলেও দর্শক তাঁকে সাদরে গ্রহণ করেছেন। ইতিমধ্যেই জীতু-শিরিনের রসায়ন নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম, বিশেষ করে তাদের রোম্যান্টিক দৃশ্য বেশ জনপ্রিয়তা পেয়েছে। চ্যানেলের নতুন প্রোমোও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে— খুব শিগগিরই বিয়ের পরিণয়সূত্রে বাঁধা পড়তে চলেছেন আর্য ও অপর্ণা।

আগামী সপ্তাহে জানা যাবে নতুন নায়িকা সিরিয়ালের টিআরপি-তে কোনও পরিবর্তন আনতে পারেন কি না। তবে আপাতত দর্শক-স্বীকৃতি ও নায়ক-নায়িকার নতুন কেমিস্ট্রির জোরে জমজমাট ‘চিরদিনই তুমি যে আমার’।

আরও পড়ুন
‘এত জলঘোলা… ভাবছি দূরে কোথাও!’ চিরদিনই ছাড়ার পর এখন কী পরিকল্পনা দিতিপ্রিয়ার?

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক