রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ নিয়ে মশকরা! বিতর্কের কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী দেবিনা

বিনোদন জগত আবারও তোলপাড় এক ভিডিও ঘিরে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্যের গান ‘গুরু গুরু ঘন মেঘ গরজে’ নিয়ে প্রকাশ্যে মশকরা করার অভিযোগ উঠেছে অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

ছোটপর্দার জনপ্রিয় রিয়েলিটি শো ‘পতি পত্নী অউর উও’-তে নিজের স্বামী গুরমিত সিংহ চৌধরীর সঙ্গে অংশগ্রহণ করেন দেবিনা। শোয়ের সাম্প্রতিক এক পর্বেই দেখা যায়, গুরমিতকে ঘিরে নাচতে শুরু করেন দেবিনা, আর ব্যাকগ্রাউন্ডে বাজে রবীন্দ্রনাথের ‘গুরু গুরু ঘন মেঘ গরজে’। হাতে তির-ধনুকের ভঙ্গি নিয়ে হাসতে হাসতে নাচতে থাকেন অভিনেত্রী। পাশে দাঁড়িয়ে গুরমিতও হাসিতে যোগ দেন। মুহূর্তের মধ্যেই হেসে ওঠেন উপস্থিত অন্য প্রতিযোগীরাও— নেহা কক্কড়, রুবিনা দিল্যাক, অভিনব শুক্ল, ঈশা মালবীয় ও স্বরা ভাস্করের স্বামী ফহাদ আহমেদ।

বিনোদন
‘সেরা অভিনেতা’ পুরস্কার উৎসর্গ স্ত্রী ঐশ্বর্যকে, অভিষেকের আবেগময় বার্তা যেন মনে করিয়ে দিল — “অর্ধাঙ্গিনী” শব্দের প্রকৃত অর্থ কী

কিন্তু এই দৃশ্যেই ক্ষুব্ধ নেটাগরিকরা। সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা শুরু হয়েছে দেবিনার আচরণ ঘিরে। অনেকের দাবি, “রবীন্দ্রসঙ্গীত নিয়ে এমন হাসিঠাট্টা করা বাঙালি সংস্কৃতির প্রতি অসম্মান।”

বিনোদন
“আহা! কী সুন্দর দুধের মতো শরীর”, তমন্নাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তুমুল সমালোচনার মুখে অন্নু কপূর

এক ব্যবহারকারী লিখেছেন, “অবাঙালিরা না বুঝে হাসছেন, ঠিক আছে। কিন্তু দেবিনা নিজে বাঙালি হয়ে কীভাবে এমন মশকরা করলেন? লজ্জা লাগা উচিত।” আরেকজন মন্তব্য করেছেন, “এই গানে চিত্রাঙ্গদা ও অর্জুনের প্রথম সাক্ষাৎ হয়। এখানে রসিকতা বা হাসির কোনও জায়গাই নেই।”

বিনোদন
Swastika: বাংলায় জন্মে আফসোস স্বস্তিকার, দক্ষিণের বাসিন্দা হওয়ার সাধ মেটালেন এইভাবে

তবে এখনো পর্যন্ত দেবিনা বা গুরমিতের পক্ষ থেকে এই বিতর্ক নিয়ে কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।

সংক্ষেপে:
*‘চিত্রাঙ্গদা’-র গান নিয়ে নাচে-হাসিতে বিতর্কে দেবিনা।

*নেটিজেনদের দাবি— রবীন্দ্রসংগীতকে অসম্মান করা হয়েছে।

*অভিনেত্রীর কাছ থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।

খবর
IRCTC Case: বিহার বিধানসভা নির্বাচনের পূর্বে বিপাকে লালু প্রসাদ যাদব! আইআরসিটিসি কেলেঙ্কারি মামলা দায়ের

error: Content is protected !!