‘বহুত মিছ কৰিছোঁ তোমাক’—জুবিন গার্গৰ স্ত্রীৰ আবেগঘন পোষ্ট

গায়ক জুবিন গার্গের প্রতি মনের কথায় ভরা এক আবেগঘন বার্তা শেয়ার করলেন তাঁর স্ত্রী। ব্যস্ততার মাঝেও স্বামীর প্রতি গভীর ভালোবাসা ও অভিমান ফুটে উঠেছে পোস্টে।

অসমীয়ার জনপ্রিয় গায়ক ও অভিনেতা জুবিন গার্গ-এর স্ত্রী সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোষ্ট শেয়ার করে মন ছুঁয়ে দিয়েছেন অনুরাগীদের। ইন্সটাগ্রামে প্রকাশিত ছবিতে দু’জনের এক স্নিগ্ধ মুহূর্ত ধরা পড়েছে।

পোস্টে তিনি লিখেছেন—
“তুমি চাগে বহুত ব্যস্ত নহয়নে? তোমাৰ সপোনৰ ছবিখন মুক্তি দিব লাগে… বেকগ্ৰাউণ্ড মিউজিকৰ কামটোত সন্তুষ্টি নাহেই… এইবাৰ নতুন কেইখনমান চহৰ পাৰিলে যোগ দিব লাগিব… কিন্তু ইমানদিন যে পাৰ হৈ গʼল তোমাক নেদেখাকৈ, মাত এটা নুশুনাকৈ, খবৰ এটা লʼব নোৱাৰাকৈ… বহুত miss কৰিছোঁ তোমাক।”

তাঁর এই কথায় ফুটে উঠেছে ভালোবাসা, অপেক্ষা আর অভিমান। জুবিন বর্তমানে নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত, যা তাঁর স্ত্রীও উল্লেখ করেছেন—“অসমীয়া চিনেমাৰ পৰিসৰ তেতিয়াহে বাঢ়িব!”

ভক্তরা ইতিমধ্যেই মন্তব্য করেছেন যে, এই পোস্টটি শুধুমাত্র এক ভালোবাসার বার্তা নয়, বরং একজন সঙ্গিনীর মনের গভীর অনুভূতির প্রতিফলন।

বিনোদন
Koushani: রুপোলী পোশাকে ঝলমল করে উঠলেন কৌশানী! দেখুন তার মনমাতানো ছবি

#ZubeenGarg #AssameseCinema #LovePost #EmotionalNote #ZubeenGargWife #ViralPost #AssamNews #EntertainmentNews

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক