‘জাস্টিস ফর জুবিন গার্গ’, স্ত্রী’র আবেগঘন পোস্টে উত্তাল সোশ্যাল মিডিয়া

Justice for Zubeen Garg: জুবিন গার্গের জন্য ন্যায়ের দাবি। অসমের জনপ্রিয় গায়ক ও সংগীতশিল্পী জুবিন গার্গের হঠাৎ মৃত্যুতে শোক স্তব্দ অসম সহ গোটা দেশ। ১৯ শে সেপ্টেম্বর হঠাৎ মৃত্যু হয় গায়কের। এর পর থেকে ক্রমেই বাড়ছে ধোঁয়াশা, জুবিনের মৃত্যু তদন্তকারী দল ইতিমধ্যে গায়কের আপ্তসহায়ক সিদ্ধার্থ সহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে। সম্প্রতি আবারও সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তৈরি হয়েছে জুবিন গার্গের জন্য ন্যায় বিচারের দাবিতে।

Screenshot 20251014 041419.Instagram
গরিমার ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্য বাক্স

ইন্সটাগ্রামে জুবিন গার্গের স্ত্রী গরিমা একটি ছবি পোস্ট করে লিখেছেন— “এতিয়া মন মগজু শৰীৰ অন্তৰাত্মা জুৰি মাথোঁ এষাৰেই কথা #আমাক_ন্যায়_লাগে.. জুবিন গাৰ্গৰ দৰে এক সত্ত্বা অৱহেলিত হ’ব নোৱাৰে”। অর্থাৎ এখন মন, মগজ, শরীর আর অন্তরাত্মা — সব কিছুতেই একটাই কথা ঘুরছে: আমাদের ন্যায় চাই।
জুবিন গার্গের মতো এক সত্তা (একজন মহান মানুষ)কে উপেক্ষা করা যায় না। ছবিতে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করা হয়েছে #JusticeforZubeenGarg।

এই পোস্ট প্রকাশের পর থেকেই ভক্ত ও সাধারণ মানুষজনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। হাজারো মানুষ পোস্টটি শেয়ার করে জুবিন গার্গের প্রতি সমর্থন জানিয়েছেন এবং শিল্পীর প্রতি সম্মান প্রদর্শন করেছেন। অনেকে মন্তব্য করেছেন যে, জুবিন গার্গ কেবল একজন গায়ক নন, তিনি অসম তথা উত্তর-পূর্ব ভারতের সংস্কৃতির এক প্রতীক।

বিনোদন
‘তোমার মেয়েও হচ্ছে বড় …’, বসিরহাটে পুলিশকর্মীর নাবালিকা কন্যাকে দিনের পর দিন ধর্ষণ! আরজি কর আন্দোলনের স্লোগান স্মরণ করালেন শ্রীলেখা মিত্র

যদিও পোস্টে স্পষ্টভাবে কোনো ঘটনার উল্লেখ নেই, তবে স্ত্রী’র আবেগঘন বার্তা থেকে বোঝা যাচ্ছে যে, জুবিন গার্গকে কোনোভাবে অবহেলা বা অবিচারের শিকার হতে হয়েছে। ভক্তরা এখন জানতে চাচ্ছেন— ঠিক কী ঘটেছে তাঁদের প্রিয় শিল্পীর সঙ্গে এবং কেন এমন বার্তা প্রকাশ করতে হলো। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে একটাই দাবি প্রতিধ্বনিত হচ্ছে— “জুবিন গার্গৰ ন্যায় বিচাৰ হওক।”

Screenshot 20251014 035515.Instagram
জুবিন গার্গের স্ত্রী গরিমার ইনস্টাগ্রাম পোস্ট

প্রসঙ্গত উল্লেখ্য, অসমের ভূমিপুত্র জুবিনের হঠাৎ মৃত্যু হয় ১৯ শে সেপ্টেম্বর। মৃত্যুর পেছনে কোনো রহস্য রয়েছে সেটা আন্দাজ করছে জুবিনের অগুনতি ভক্তরা, তাঁরা প্রথম থেকেই নানা প্রশ্ন তুলেছেন। প্রশ্ন তোলেছেনসাধারণ মানুষ। অসম সরকার তাদের পাশে থাকার কথা জানিয়েছে। তদন্তও চলছে জোর কদমে, ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে বেশ কয়েক জন। এরই মাঝে CFSL হাতে পেয়েছে অসম পুলিশের তদন্তকারী দল। তবে জুবিন গার্গের স্ত্রী গরিমা (Garima Saikia Garg)-র আবেগঘন বার্তা থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে, জুবিন গার্গকে কোনোভাবে অবহেলা বা অবিচারের শিকার হতে হয়েছে! তাঁর দাবি, আমাদের ন্যায় চাই। গরিমা করা ইন্সট্রাগ্রাম পোস্টের মন্তব্য বাক্সে শুধু #JusticeforZubeenGarg হ্যাশট্যাগ

বিনোদন
এগারো বছর আগে অরিজিৎ-এর সঙ্গে মনমালিন্য এবার নিজেই মিটমাট করলেন সালমান? বললেন “আমার দিক থেকেই হয়েছে”

error: Content is protected !!