বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর এরই মাঝে সেই ছবি ঘিরে উত্তাল এপার বাংলাও। ভাইরাল ছবিতে দেখা গিয়েছে ভারতের তেরঙ্গাকে পদতলে মাড়িয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে সেই দেশের পড়ুয়ারা৷ বাংলাদেশে হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর ভারত বিদ্বেষের ছবিটা যেনো আরও স্পষ্ট হয়েছে। দেশের জাতীয় পতাকার এমন অবমাননার জন্য স্বভাবতই এপার বাংলা সহ ভারতের নানান জায়গা থেকে সকলে গর্জে উঠেছেন।
সকল স্তরের মানুষ নিন্দা করেছেন এই ঘটনার। এই বিষয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় গায়ক ও সুরকার কবীর সুমন। তিনি এই বিষয়ে নিজের মতামত একটি কবিতার মধ্যে দিয়ে ব্যক্ত করেছেন। তিনি তার কবিতার মধ্যে দিয়ে পতাকাহীন কোনও এক নতুন দেশের কল্পনা করেছেন তিনি। তার কথায় –
পতাকার চেয়ে বড় ফেলানির বুক
সেটা তাক করেছিল কার বন্দুক।
কাঁটাতারে ঝুলছিল মেয়েটা আমার
দেশের বুলেট দেশপ্রেমের খামার।
কার দেশ কার ফ্ল্যাগ কার কাঁটাতার
কোথায় রইল ঝুলে ফেলানি আমার।
পরের জন্মে মেয়ে আমি আর তুমি
ফ্ল্যাগহীন কোনও দেশে খুঁজে পাবো ভূমি।
এর পাশাপাশি আরেকটি পোস্টে তিনি লিখেছেন –
কোন্ পতাকায় লাথি দেয় কেউ
কোন্ পতাকায় ফুল
আমার প্রেমের পতাকা তোমার
এলোমেলো হওয়া চুল
পতাকায় নয় কিছুই শুরু
পতাকায় নয় শেষ
আমিই ভারতবর্ষ প্রিয়া
আমিই বাংলাদেশ।
যদিও কবীর সুমনের এমন গান নিয়ে সমালোচনা হচ্ছে নানান মহলে। জাতীয় পতাকার অবমাননা নিয়ে প্রেমের গান যেনো কেউ কেউ সমালোচনার চোখে দেখছেন। যদিও কবীর সুমন এর আগেও প্রতিবাদের ভাষা হিসেবে প্রেমের গান লিখেছেন, এবারও তার অন্যথা হয়নি।