‘এক কোণায় চুপ করে বসেছিলেন অজয়’, এই কারনে প্রেমে পড়েছিলেন কাজল

দীর্ঘ সময় ধরে তারা দাম্পত্য জীবন কাটাচ্ছেন, তবে তাদের প্রেমের শুরুটা কীভাবে হয়েছিল? তারই উত্তর মিললো একটি রিয়্যালিটি শো’য়ের মঞ্চে। আজ আমরা কথা বলছি জনপ্রিয় বলিউড দম্পতি অজয় দেবগণ এবং কাজলের সম্পর্কে। বর্তমানে তারা দুই সন্তানের বাবা-মা এবং তারা সফল বৈবাহিক জীবনযাপন করছেন।

সম্প্রতি একটি রিয়্যালিটি শো’য়ের মঞ্চে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন অজয় এবং কাজল। সেখানেই তাদের কাছে জিজ্ঞেস করা হয় কীভাবে তাদের প্রেম শুরু হয়েছিল? উত্তরে কাজল বলেন একটি সিনেমার সেটে তিনি প্রথম দেখেছিলেন অজয়কে। অজয় নাকি এক কোণায় চুপ করে বসেছিলেন।

কাজল বলেন, ‘অজয় আধঘন্টা ধরেও কোনো কথা বলছিল না। আমি ভাবছিলাম এ আবার কেমন নায়ক যে এতোক্ষণ কথা না বলে থাকে? অদ্ভুত ধরনের ছিল অজয়। যদি কেউ আধ ঘন্টার বেশি সময় কথা না বলে থাকে তাহলে আমার কাছে সে অদ্ভুত প্রাণী মনে হয়। এরপর ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্বের সূত্রপাত।’

এরপর তাদের মধ্যে বন্ধুত্বের গভীরতা বাড়ে এবং ধীরে ধীরে প্রেমের সূত্রপাত ঘটে। যা শোনার পর অজয় কে জিজ্ঞেস করা হয়, ‘এতোক্ষণ তো কাজলের কথা শুনলাম এবার আপনি বলুন আপনার এই আধঘন্টা কী মনে হয়েছিল?’ যা শুনে অজয় বলেন, ‘আমি ভাবছিলাম এতো কথা বলে কেন মেয়েটা?’

কাজলের কথা শুনে নাকি মাথা ধরে গিয়েছিল অভিনেতার। সবমিলিয়ে বলতে গেলে বৈবাহিক সম্পর্কে থাকলেও তাদের মধ্যে বন্ধুত্বের গভীরতা অনেক বেশি। তাইতো এতদিন সুখে-শান্তিতে সংসার করতে পারছেন তারা।

আরও পড়ুন,
*‘আমি রাঘবের অনেক বড়ো ভক্ত’, জানালেন বলিউড বাদশা শাহরুখ খান!

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক