বছর শেষে নতুন চমক দিলেন অভিনেতা কাঞ্চন! দেখুন ছবি

বছর শেষে জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। যেগুলো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও প্রথমদিকে সোশ্যাল মিডিয়ার ব্যবহার খুব একটা ভালো মতোন জানতেন না কাঞ্চন তবে শ্রীময়ী তার জীবনে আসার পর সে সবকিছুই ভালোমতো শিখে ফেলেছেন তিনি।

তাইতো এখন কোথাও ঘুরতে গেলে অথবা পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলোকে ভাগ করে নেন সকলের সাথে। হয়তো অনেকেই জানেন সম্প্রতি পাহাড়ে বেড়াতে গিয়েছেন তারা। সেখান থেকে ইতিমধ্যে শ্রীময়ী একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

আর এবার সেরকমই কয়েকটি টুকরো টুকরো মুহূর্ত তুলে ধরলেন অভিনেতা কাঞ্চন। যেখানে দেখা যায় কখনো কাঞ্চনজঙ্ঘাকে তুলে ধরেছেন আবার কখনো শ্রীময়ীর সাথে নিজস্বীতে তাকিয়েছেন হাসিমুখে। শুধু তাই নয় পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও দেখা গিয়েছে তাকে।

ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘২০২৪ এর শেষে।’ আসলে এই অভিনেতা বছরের শেষটা তার কাছের মানুষদের সাথে কাটাতে চেয়েছিলেন। তাইতো ডিসেম্বরে শেষের দিকে ছুটে গিয়েছেন পাহাড়ে। আর সেখানে গিয়ে যে ভরপুর আনন্দ করেছেন তা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না।

উল্লেখযোগ্য, বয়সের বিস্তার ফারাক থাকা বিয়ের পিঁড়িতে বসেছেন কাঞ্চন এবং শ্রীময়ী। আসলে ভালোবাসা থাকলে কোনো কিছুই বাঁধা হয়ে দাঁড়ায় না সম্পর্কে। সেই বিষয়টাই আমরা বুঝতে পেরেছি তাদের দেখে। অন্যদিকে কয়েক মাস আগে তিনি জন্ম দিয়েছেন কন্যা সন্তান কৃষভির। যা নিয়ে তুমুল সমালোচনা হয়েছে দর্শকমহলে। তবে কিছু কোনো কিছুকেই তোয়াক্কা করেন না এই জুটি।