বাংলার সবথেকে বড়ো শিল্পী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়! মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ কাঞ্চন

মুখ্যমন্ত্রীই হলেন বাংলার সবথেকে বড়ো শিল্পী, জানালেন অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক! সম্প্রতি রাজ্যের বিধানসভার তরফ থেকে একটি বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে সমস্ত বিধায়কদের সমাবেশ ঘটে। আর তাদের মধ্যে যে বেশ কিছু শিল্পীরাও রয়েছেন তা কারোরই অজানা নয়।

কাঞ্চন মল্লিক যে ভিডিওটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবিতা আবৃত্তি করছেন এবং শেষে তিনি বলেন তিনি তার ভাগের পারফরম্যান্স করে গেলেন। এরপর কাঞ্চনের নাম উল্লেখ করে তাকে কিছু প্রদর্শন করার জন্য বলেন। এরপর মঞ্চে ওঠেন এই অভিনেতা।

শেষে সকলের উদ্দেশ্যে মাথা নত করে বলেন, ‘এই যে সবাই মিলে করতালি দিলেন এটাই হলো আমার ফিল্মফেয়ার এটাই আমার কাছে অস্কার। শিল্পী হিসেবে সবথেকে বড়ো শিল্পী আমার মতে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, তিনি এতো কর্মব্যস্ততার মধ্যেও গান লেখেন, কবিতা লেখেন, ছবি আঁকেন এবং আমাদের মতোন শিল্পীদের পাশে থাকেন উৎসাহ দেন।’

তবে তিনি ছাড়াও সেখানে পারফরম্যান্স করেছেন সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়, অভিনেতা ব্রাত্য বসু, অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, শিল্পী অদিতি দাশ মুন্সি প্রমুখরা। শেষে সকলের হাতে বিশেষ উপহার তুলে দিতে দেখা যায় এই সাংস্কৃতিক অনুষ্ঠানে। ক্যাপশনে কাঞ্চন লিখেছেন, ‘The West Bengal Legislature Staff Recreation Club ও West Bengal Legislative Assembly আয়োজিত বাৎসরিক অনুষ্ঠান।’

উল্লেখযোগ্য, অভিনয় জগতের পাশাপাশি তিনি জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক জীবনেও। শাসক দলের যে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় তাকে। শুধু তাই নয় ব্যক্তিগত জীবনেও তিনি সফল। বর্তমানে তৃতীয় স্ত্রী শ্রীময়ী চট্টরাজ এবং কন্যা সন্তান কৃষভিকে নিয়ে তার সুখের সংসার।

error: Content is protected !!