Kanchan-Sreemoyee: শ্রীময়ীর হাত ধরে নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে গেলেন অভিনেতা কাঞ্চন মল্লিক! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ভিডিও। নৈহাটির বড়মা বহুদিন থেকেই জনপ্রিয়। বিশেষ করে সাম্প্রতিক সময়ে টলিউডের তারকাদের আনাগোনা তার জনপ্রিয়তা যেন আরো বৃদ্ধি করেছে।
তাইতো যে কোনো সিনেমা মুক্তির পাওয়ার আগেই বড়মার আশীর্বাদ নিতে সেখানে পৌঁছে যান তারকারা। শুধু তাই নয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদেরও দেখা যায় সেখানে। আর এবার কালীপুজো উপলক্ষ্যে সেখানে নেমেছিল ভক্তের ঢল। তবে সেই ভীড় সরিয়ে স্ত্রীয়ের হাত ধরে হেঁটে নিয়ে যান কাঞ্চন।
যে ভিডিওটি উঠে এসেছে সেখানে দেখা গিয়েছে পুলিশি প্রহরার মাঝে শ্রীময়ীর হাত ধরে মায়ের দিকে এগিয়ে চলেছেন কাঞ্চন। এরপর সেখানে গিয়ে হাতজোড় করে প্রণাম করে মনের ইচ্ছে জানিয়েছেন। তবে এই ভিডিওটি দেখার পর সমালোচনা করতে ছাড়েননি নেটিজেনরা।
বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা পেছনে এতো লম্বা লাইন রয়েছে সেখানে শুধুমাত্র তারকা হওয়ার জন্য তারা এতটা অগ্রাধিকার পেলেন লাইনে না দাঁড়িয়েই? ভিআইপি হিসেবে পৌঁছে গেলেন মায়ের কাছে। এই বিষয়টা মোটেই পছন্দ করেননি ভক্তরা।
তবে আমরা সকলেই জানি এই বিষয় নতুন কিছু নয়। যে কোনো মন্দির হোক বা বড়ো অনুষ্ঠান সেখানে তারকাদের অগ্রাধিকার দেওয়া হয়। এই নিয়ে বারবার কথা উঠলেও কোনো লাভ হয়নি। অন্যদিকে নিজের বাড়িতেও কালীপুজো করেছেন কাঞ্চন। সেসব ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
বিনোদন
মলাইকার জন্মদিনে অর্জুনের বার্তা, জল্পনায় তোলপাড়
#Sreemoyee #Kanchan #Boromaa
