Kanchan-Sreemoyee: আরো একবার জগন্নাথদেবের আশীর্বাদ নিতে মেয়েকে নিয়ে পুরীতে হাজির শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee) এবং কাঞ্চন মল্লিক (Kanchan)। মাঝেমধ্যেই জগন্নাথদেবের আশীর্বাদ নিতে তারা পৌঁছে যান পুরী ধামে। এবারেও তেমনি সপরিবারে পৌঁছে গিয়েছিলেন সেখানে। মন্দিরের সামনে দাঁড়িয়ে একাধিক ছবি পোস্ট করেছেন এই জুটি।
যেখানে দেখা যায় কখনো মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন হাসিমুখে আবার কখনো মাকে নিয়ে ছবি তুলেছেন। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে কাঞ্চন লিখেছেন, ‘জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে।’ হয়তো অনেকেই জানেন কাঞ্চন এবং শ্রীময়ী দু’জনেই ঈশ্বরের প্রতি গভীর নিষ্ঠা রাখেন।
মাঝেমধ্যেই তাদের বিভিন্ন মন্দিরে দেখা যায়। কলকাতার ইস্কন থেকে শুরু করে কালীঘাট, এমনকি বীরভূমের তারাপীঠ হোক বা পুরীর জগন্নাথ ধাম মাঝেমধ্যেই সপরিবারে আশীর্বাদ নিতে পৌঁছে যান তারা। এবারও সেখানে পৌঁছে গিয়েছিলেন। ছবিগুলো দেখার পর তাদের প্রশংসায় ভরিয়ে তুলেছেন ভক্তরা।
সাথে জানিয়েছেন ঈশ্বর তাদের মঙ্গল করবেন। যদিও অনেকে আবার সমালোচনা করতেও ছাড়েননি। কারণ, নেট দুনিয়ায় এমন কিছু মানুষ আছেন যারা এই জুটিকে একদম সহ্য করতে পারেন না। বিশেষ করে কাঞ্চনের তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর সমালোচনার পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে।
যদিও সেসব নিয়ে কখনোই মাথা ঘামাতে দেখা যায় না দুজনকে বরং একমাত্র কন্যা সন্তান কৃষভিকে নিয়ে দিব্যি আনন্দে দিন কাটাচ্ছেন। কিছুদিন আগেই মেয়ের এক বছরের অনুষ্ঠান ধুমধামভাবে পালন করেছেন তারা। এছাড়াও বিভিন্ন সিনেমার প্রমোশন এবং অনুষ্ঠানে দেখা যায় দু’জনকে।
আরও পড়ুন,
Dharmendra: নিভে গেলো জীবন প্রদীপ, ৮৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন ধর্মেন্দ্র
#Kanchan #Sreemoyee #Puri
