শিয়ালদহ স্টেশনে করা অসভ্য আচরণ নিয়ে মুখ খুললেন কাঞ্চনা মৈত্র। একটি ভিডিওতে বলেন, ‘নমস্কার আমি কাঞ্চনা মৈত্র। সাম্প্রতিককালে শিয়ালদহ স্টেশনে যে ঘটনাটি ঘটেছে সেটি আর কিছু নয় আমার নতুন বাংলা সিনেমার প্রমোশনের একটি অংশ। ছবির নাম কপাল। ১৯শে সেপ্টেম্বর আপনাদের নিকট সকল প্রেক্ষাগৃহে আসতে চলেছে আমার বাংলা ছবি কপাল।’
‘কারোর অনুভূতিতে আঘাত দেওয়ার আমার বা আমার টিমের বিন্দুমাত্র উদ্দেশ্য ছিল না। তবু যদি কারোর অনুভূতিতে আঘাত লাগে তাহলে আমি সকলের তরফ থেকে হাতজোড় করে ক্ষমা চাইছি।’ এরপর সিনেমার অভিনেতা রাজা সরকার বলেন, ‘আমি এই সিনেমায় কানাই মাঝির চরিত্রে অভিনয় করেছি।’
‘আমাদের এই সিনেমা কিন্তু শুধুমাত্র বিনোদনমূলক নয়। আমাদের ছবিটি আজকের এই বাস্তবের প্রতিফলন। যারা সিনেমাটি দেখবেন তারা বুঝতে পারবেন একটি মানুষের জীবনে অভাব আর বেদনা তাকে কত দূরে ঠেলে দিতে পারে।’ সমাজের এই উপেক্ষিত সত্যগুলো তুলে ধরাই কপালের একমাত্র উদ্দেশ্য, জানান অভিনেত্রী সুকন্যা দত্ত।
তিনি এখানে ময়না মাঝির চরিত্রে অভিনয় করেছেন। কাঞ্চনা আরও বলেন এই সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। সকলকে দেখার জন্য অনুরোধ করেন তিনি। পাশাপাশি এও জানান এই ট্রেলার যদি তাদের পছন্দ হয় তাহলে অবশ্যই তারা যেন সিনেমাটি দেখেন। কারণ, এই সিনেমা তাদের কাহিনী তুলে ধরে যাদের উপর স্বপ্ন মণ্ডলের মতো মানুষের দৃষ্টি থাকে।
উল্লেখযোগ্য কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুরপাক খাচ্ছে। যেখানে দেখা যায় শিয়ালদহ স্টেশনের সামনে রীতিমতো ঝগড়ায় মেতে উঠেছেন কাঞ্চনা। এক নিরীহ দম্পতির সাথে অসভ্য আচরণে মেতে ওঠেন তিনি। যা দেখার পর বিষয়টি বুঝতে বেশ কিছু সময় লাগে সাধারণ মানুষের।