Kangana Ranaut: কৃষক আন্দোলনের সময় এক বৃদ্ধাকে অপমানের অভিযোগে মানহানির মামলায় আদালতে হাজির কঙ্গনা রানাওয়াত। বললেন, ‘ভুল বোঝাবুঝি’, চাইলেন ক্ষমা।
‘১০০ টাকায় এমন মহিলা পাওয়া যায়’— এই মন্তব্য ঘিরে ফের বিতর্কে কঙ্গনা রানাওয়াত। সোমবার পাঞ্জাবের এক আদালতে হাজির হয়ে বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত জানিয়েছেন, তিনি কারও ‘মা’-কে অপমান করতে চাননি। চার বছর আগের সেই বিতর্কিত মন্তব্য নিয়ে এখন আদালতে মানহানির মামলার মুখোমুখি নায়িকা।
২০২০-২১ সালের কৃষক আন্দোলনের সময় ৭৩ বছর বয়সী মহিন্দর কৌরকে নিয়ে কঙ্গনার এক্স (তৎকালীন টুইটার) পোস্ট ঘিরে তীব্র সমালোচনা হয়। কঙ্গনা ভুলবশত তাঁকে শাহিনবাগের প্রতিবাদী বিলকিস বানু হিসেবে চিহ্নিত করে লিখেছিলেন, “এমন মহিলাদের ১০০ টাকায় ভাড়া পাওয়া যায়।”
এর পরেই ওই বৃদ্ধা আদালতে মানহানির অভিযোগ দায়ের করেন। সোমবার আদালতে হাজির হয়ে কঙ্গনা বলেন, “আমি কোনও ব্যক্তির বিরুদ্ধে কিছু বলিনি। মহিন্দরজির পরিবারের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে।” তিনি আরও জানান, অভিযোগকারীর স্বামীর কাছে ক্ষমা চেয়েছেন এবং ‘ভুল বোঝাবুঝি’র জন্য দুঃখ প্রকাশ করেছেন।
তবে আদালত কঙ্গনার জামিন মঞ্জুর করলেও মামলা থেকে মুক্তি দেয়নি। পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ২৪ নভেম্বর।
উল্লেখ্য, ২০২২ সালে এই মামলায় সমন জারি হলে কঙ্গনা প্রথমে পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে, পরে সুপ্রিম কোর্টে গিয়েও রেহাই পাননি। আদালত তাঁর আবেদন খারিজ করে দেয়।
বিতর্কিত মন্তব্য নিয়ে ইতিমধ্যেই কঙ্গনার বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
বিনোদন
Koel-Kumar Sanu: কোয়েলের উদ্দেশ্যে নিজের গাওয়া প্রেমের গান উৎসর্গ করলেন কুমার শানু! দেখুন ভিডিও
#KanganaRanaut #DefamationCase #FarmersProtest #PunjabCourt #MahinderKaur #BJP #Bollywood #Controversy #IndianPolitics

