৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে না কঙ্গনা রানাউতের অভিনীত ‘ইমারজেন্সি’

সম্প্রতি কঙ্গনা রানাউতের অভিনীত ইমারজেন্সি মুভিটি ৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছেন। এমনটা শোনা গিয়েছিল কিন্তু তার মুভিটির বয়কটের ডাক পড়েছে। এই নিয়ে অনেক তর্ক-বিতর্ক জল ঘোলা হচ্ছে। এই মুভিটিতে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকা অভিনয় করবেন। মুভিটি মুক্তি পাওয়ার কথা ছিল ছয় সেপ্টেম্বর কিন্তু জানা যায় এই মুভিটি সেই দিন মুক্তি পাবে না।

গতবার কঙ্গনা রানাউত লোকসভার যোগদানের সময় এই মুভিটির মুক্তি পাওয়ার সময় পিছিয়ে গিয়েছিল। এইবার চতুর্থবার আবার এই মুভিটি মুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায়। মুভিটি কঙ্গনা রানাউত অভিনীত তথা পরিচালিত। শিরোমনি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি অস্ট্রেলিয়ার শিখ কাউন্সিলের তরফ থেকে এই মুভিটিকে পনিষিদ্ধ করেছিল। ইরেশ কাটাতে না কাটাতেই শিরোমণি অকালী দলের আপত্তি করেছিলেন।

পূজা সেন্সের বোর্ড এর কাছে চিঠি পাঠিয়ে এই মুভিটি আটকানোর দাবি করেছিলেন তারা। এই কারণে কঙ্গনা রানাউত অভিনীত এমার্জেন্সি মুভিটি ৬ তারিখে মুক্তি পাবে না। সঠিক ভাবে বলা যাচ্ছে না যে এই মুভিটি কবে মুক্তি পেতে চলেছে। শিরোমনি অকালি দল অভিযোগ করেছে এই মুভিটির বিরুদ্ধে যে এই মুভিটি সম্পূর্ণ মিথ্যে তথ্য দিয়ে বানানো হয়েছে।

মুভিটি মুক্তি পেলে সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি হতে পারে। শিখ সাম্প্রদায়ের ভাবমূর্তি নষ্ট হবে এই ছবিটি মুক্তি পাওয়ার পর। বুধবার সংশ্লিষ্ট দলের সভাপতি পরমজিৎ সিং সেন্সর বোর্ডের কাছে চিঠি লিখেছেন এই মুভিটি ট্রেলার দেখেই বোঝা গেছে এই মুভিটি বিকৃত ভুল কিছু তথ্য নিয়ে তৈরি হয়েছে যা মুক্তি পাওয়ার পর শিখ সম্প্রদায়ের ভাবমূর্তি নষ্ট হবে এবং সাম্প্রদায়িক হানাহানির সৃষ্টি হবে।

সিনেমা ভুল তথ্য তুলে ধরা হয়েছে যা পাঞ্জাবের সমাজের ও দর্শকদের কাছে নেতিবাচক মনোভাব ছড়িয়ে দেবে। যত দ্রুত সম্ভব এই মুভিটি মুক্তি পাওয়া আটকানো উচিত। কঙ্গনার এই মুভিতে শিখ দের বিচ্ছিন্নতাকামি হিসেবে দেখানো হবে। এর পেছনে এক ষড়যন্ত্র রয়েছে এমনটাই মনে করছেন গুরু দ্বারা প্রবন্ধ কমিটির সভাপতি হরজিন্দরসিং ধামি।

আরও পড়ুন,
*মসলিন না কি জামদানি, কোন শাড়ি পরলে পুজোয় দিনভর মেজাজ ফুরফুরে থাকবে?