অন্যদের থেকে পিছিয়ে পড়েছেন কৌশানী! একটি ভিডিও পোস্ট করে জানালেন সোশ্যাল মিডিয়ায়

অন্যদের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছেন টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জী! সম্প্রতি তেমনটাই জানিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এবার হয়তো আপনি ভাবছেন কী এমন প্রতিযোগিতা হলো যে তিনি পিছিয়ে পড়লেন? আসুন তাহলে বিষয়টি বিস্তারিত জানা যাক।

আসলে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ট্রেন্ডিং গানে রিল ভিডিও বানানোর প্রতিযোগিতা চলে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি প্রত্যেকেই সেখানে অংশগ্রহণ করেন। যখন যেরকম ট্রেন্ড চলে তাতে ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে যান অনেকে। সেরকমই একটা ট্রেন্ডের কথা বলেছেন তিনি।

হয়তো অনেকেই জানেন ‘বেশরম’ সিনেমার একটি গানে বর্তমানে ভিডিও বানানোর রমরমা চলছে। যেখানে টলিউড, বলিউড থেকে শুরু করে অনেকেই ভিডিও বানিয়েছেন। তাতেই এবার গা ভাসাতে দেখা গেল কৌশানীকে। ঘরে বসে এই গানে অভিনয় করেছেন তিনি।

যেটি বেশ পছন্দ করেছেন ভক্তরা। আসলে তিনি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পছন্দ করেন। যে বিষয়টি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই বোঝা যায়। কারণ, নিত্যনতুন ট্রেন্ডিং ভিডিওতে তিনিও অংশগ্রহণ করেন। তবে সম্প্রতি যেটিতে অংশগ্রহণ করেছেন ইতিমধ্যেই সেটি অনেকে করে ফেলেছেন।

তাই তিনি ক্যাপশনে লিখেছেন এই ট্রেন্ডে তিনি পিছিয়ে পড়েছেন। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ার বেশ সক্রিয় এই অভিনেত্রী। নিত্যদিন তাকে নানান ধরনের ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যায়। অন্যদিকে তাকে দেখা যাবে আগামী পুজোয় ‘রক্তবীজ ২’ সিনেমায়। যা পরিচালনা করেছেন নন্দিতা ও শিবপ্রসাদ।

error: Content is protected !!