জি বাংলায় নতুন ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি’ সোমবার থেকে সম্প্রচার শুরু হয়েছে। এই সিরিয়ালে নায়িকা চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় মুখ কৌশিকী, যাকে দর্শকরা আগে দেখেছেন ‘গীতা এলএলবি’ সিরিয়ালের ম্যাহেক চরিত্রে। নতুন ধারাবাহিককে ঘিরে যেমন উৎসাহ তৈরি হয়েছে, ঠিক তেমনই কেরিয়ারের এই নতুন অধ্যায়ের মাঝেই অভিনেত্রীকে ঘিরে ছড়িয়েছে এক বিতর্ক।
ভাইরাল পোস্টে বিস্ফোরক দাবি
‘Honest Shuvo’ নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে কৌশিকীকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়। সেখানে দাবি করা হয়—

কৌশিকী নাকি গোপনে তাঁর ভাগ্নে স্বর্ণেন্দু আচার্যকে বিয়ে করেছিলেন।
একসঙ্গে ২–৪ বছর লিভ-ইন সম্পর্কেও ছিলেন।
এমনকি মাথায় সিঁদুর পরা অবস্থায় তাঁর একটি ছবিও পোস্ট করা হয়।
অভিযোগকারীর বক্তব্য—
“দিদি নম্বর ১-এ এসে ঢপের গল্প দেখাচ্ছে। ও বলছে প্রেম করেনি, কিন্তু বাস্তবে ভাগ্নের সঙ্গে লিভ-ইনে ছিল। সিঁথিতে সিঁদুরও পরত।”
পোস্টটি ভাইরাল হওয়ার পর মন্তব্য বিভাগেও আরও দাবির ঢেউ উঠে। স্নেহা চক্রবর্তী নামে এক মহিলা নিজেদের কৌশিকীর ‘ননদ’ দাবি করে একটি পুরনো ছবিও পোস্ট করেন, যেখানে নীল ব্লাউজ ও সাদা শাড়ি পরে সিঁদুরসহ একজন তরুণীকে দেখা যায়, যাকে কৌশিকী বলে দাবি করা হয়েছে।
কৌশিকীর প্রতিক্রিয়া: “আমি নই, ছবির মেয়েটি অন্য কেউ”
অভিযোগগুলি সামনে আসতেই হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয় অভিনেত্রীর সঙ্গে। কৌশিকী জানান—
অভিযোগগুলো একেবারেই মিথ্যে।
বহুদিন ধরে একই ধরনের পোস্ট দেখছেন।
বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তিনি।
ভাইরাল ছবির মেয়েটি নাকি তিনি নন।
আরও পড়ুন
হাসপাতালে নচিকেতাকে দিদির মত শাসন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
অভিনেত্রীর কথায়,
“এটা পুরোটাই ভুল জিনিস। আমি জানতাম বলেই মাথা ঘামাইনি। ছবির মেয়েটি আমি নই।”
আরও পড়ুন
Kanchan-Sreemoyee: বাড়িতে নতুন সদস্যের আগমন, ভাইকে পেয়ে উচ্ছ্বসিত কৃষভী
নতুন ধারাবাহিকের মাঝেই গুঞ্জন
‘বেশ করেছি প্রেম করেছি’ প্রচার শুরুর পরপরই এই বিতর্ক সামনে আসায় অনেকেই মনে করছেন, ইচ্ছাকৃতভাবে কৌশিকীকে বিভ্রান্তকর উপায়ে লক্ষ্যবস্তু করা হচ্ছে। যদিও এ বিষয়ে প্রকাশ্যে আর কোনও মন্তব্য করতে চাননি অভিনেত্রী।
শেষ কথা
নতুন সিরিয়ালের প্রচারে ব্যস্ত কৌশিকী। এই পরিস্থিতিতে ব্যক্তি-জীবনকে ঘিরে এমন অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে অভিনেত্রী নিজে স্পষ্ট করে দিয়েছেন—অভিযোগ ভিত্তিহীন, আর ভাইরাল ছবির মেয়েটি তিনি নন।
আরও পড়ুন
খোলা পিঠে স্পষ্ট দেখা যাচ্ছে ‘ট্যাটু’, ছোটপর্দার সুধার রূপ দেখে মুগ্ধ দর্শক