অনলাইন শপিং করার আগে এগুলি মাথায় রাখুন

সামনেই দীপাবলি। দীপাবলিতেও বাঙালি নিজেকে সাজাতে পোশাক কিনতে পছন্দ করে। বর্তমানে দৈনন্দিন ব্যস্ততার চাপে আর দোকানে গিয়ে ভালো করে দেখেশুনে কেনাকাটা করতে সময় থাকে না। তাই এইজন্য মানুষ অনলাইন শপিং সাইটের উপর ভরসা রাখছে। যত দিন যাচ্ছে অনলাইন শপিং সাইটের জনপ্রিয়তা আরও বাড়ছে। আর হবে নাই বা কেনো। এক ক্লিকেই কাজ শেষ। ঘরে বসে নিজের পছন্দ মতন জিনিস পছন্দ করে কিনে ফেলতে পারবেন সেটি।

অর্ডার করার কিছুদিন পর সেটি এসে পৌঁছোবে আপনার ঘরের সামনে। দীর্ঘ সময় বাঁচানোর এই উপায় সকলেই পছন্দ করবেন। তবে শুধু কিনলেই হয় না। অনলাইনে কেনাকাটা করার জন্য হাজারটা ওয়েব সাইট রয়েছে। তার মধ্যে ছড়ানো থাকে প্রতারণার ফাঁদ। এই ফাঁদে পা দিলে সর্বনাশ। জিনিস যেমন পাবেন না তেমনই আপনার গুচ্ছ টাকা জলে। তাই অনলাইন শপিং সাইটে কেনাকাটা করার আগে কয়েকটি জিনিস মাথায় রাখুন।

বিশ্বস্ত ওয়েব সাইট – যে অনলাইন শপিং সাইট থেকে কেনাকাটা করবেন সেটি বিশ্বস্ত কিনা আগে ভালো করে খোঁজ নিন৷ সেটিতে নিজের বাসস্থানের পরিচয়, ফোন নম্বর ও ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে ভালো করে যাচাই করুন। তাই পছন্দসই কেনাকাটা করার আগে সাইটটি ভরসাযোগ্য কিনা তা দেখে নিন।

বার বার ভুল নয় – ছবি দেখে জামাকাপড় কিনতে হয় বলে অনেকসময় ভুল হয়। ছবিতে যে রং দেখায় আসার পর সেই রং থাকে না। আবার কখনও শরীরের মাপের সঙ্গে মেলে না। ছোটো কিংবা বড় হয়। তাই এমন হলে কিন্তু ঠকতে হবে। তাই এমন সাইট থেকে কেনাকাটা করুন যারা এগুলি সত্যতার সঙ্গে বহন করে। দরকারে মাপ ও রং বারংবার যাচাই করুন। তারপরেও ভুল হলে বদলানো ছাড়া আর উপায় নেই।

রেটিং – কোনো সাইট থেকে জিনিস কেনার আগে রেটিং সম্পর্কে সচেতন থাকুন। সেটি আর কেউ কিনেছেন কিনা বা কিনলে সেটি কেমন প্রতিক্রিয়া তারা দিয়েছেন তা ভালো করে যাচাই করুন। ভরসাযোগ্য মতামতের সংখ্যা বেশি হলে তবেই সেই জিনিসটি কিনুন৷ নাহলে কিন্তু ঠকবেন।

শিপিং চার্জ – অনেকসময় দেখা যায় পোশাকের দাম কম থাকলেও শিপিং চার্জ বা ডেলিভারি চার্জ দিয়ে জিনিসটির দাম অনেকটা বাড়িয়ে দেওয়া হয়৷ এগুলিকে হিডন চার্জ বলে। এরপর হিসেব করলে দেখা যায় পোশাকের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। তাই এই বিষয়ে সাবধান থাকুন।

বদল ও অফার – কোনো জিনিস কেনার আগে সেটি বদলানোর কোনো সুযোগ আছে কিনা তা জেনে নিতে হবে। যদি কোনো পোশাক ছোটো বা বড় হয় তবে সেটি বদলানো না গেলে টাকা নষ্ট হতে পারে। তাই সেটি দেখে নিতে হবে। এর পাশাপাশি কোনো অফার থাকলে সেটিও দেখে নিন।

error: Content is protected !!