বাবা অভিনেতা, স্বামী প্রযোজক! কতটা সহজ ছিল অভিনয় যাত্রা? অকপট কোয়েল

কোয়েল মল্লিক! তিনি টলিউডের বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের একমাত্র কন্যা। সেই কারণে অভিনয় জগতে প্রবেশ করাটা ছিল ভীষণই সহজ। তবে তারপরের যাত্রা কেমন ছিল তার জন্য? কোনো পরিশ্রম ছাড়াই কি তিনি টলিউডে নিজের জায়গা ধরে রাখতে পেরেছেন? অকপটে সেই সম্পর্কে কথা বললেন অভিনেত্রী কোয়েল মল্লিক।

সঞ্চালিকা তাকে প্রশ্ন করেন, ‘একটা প্রশ্ন হয়তো অনেকেই করেছে আপনাকে। যে রঞ্জিত মল্লিকের মেয়ে, নিসপাল সিং রানের ঘরণী। তো অনেকেরই বক্তব্য উনি তো অনেক কেক ওয়াকের মধ্য দিয়ে গেছেন। এটা কি কেক ওয়াক নাকি এটার আলাদা একটা বোঝাও আছে?’ যার উত্তরে অভিনেত্রী বলেন, ‘খানিকটা ঠিক।’

আরও পড়ুন,
একসময় পরার জামা, জুতো ছিলো না! আর আজ তিনি টলি ক্যুইন, জানুন মিমির অজানা কাহিনী

‘কারণ, আমি যখন অভিনয় জগতে ঢুকেছিলাম তখন বাকিদের অনেক অডিশন দিতে হয়। সেগুলো আমাকে দিতে হয়নি। তাই আমি একদমই বলবো না আমাকে ভীষণ পরিশ্রম করতে হয়েছে। কিন্তু তারপর থেকে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। কারণ, এক জায়গায় ঢোকা যতটা সহজ সেই জায়গাটা ধরে রাখা অনেক বেশি কঠিন।’

‘এরপর আমাকে অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে। রাত জেগে কাজ করতে হয়েছে। অনেক অনেক খাটতে হয়েছে। সেজন্যই হয়তো দর্শকদের এত্তো ভালবাসা পেয়েছি।’ তার এই ভিডিও উঠে আসতেই তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। কারণ, তিনি খুব সহজভাবেই সত্যি বলতে পারেন।

অন্যান্য তারকারা যেখানে কম স্ট্রাগল করলেও তাদের স্ট্রাগলের কাহিনী অনেক বাড়িয়ে চড়িয়ে বলেন সেখানে কিন্তু কোয়েল রং চড়িয়ে কোনো কথা বলেনি। বরং যেটা সত্যি সেটাই স্বীকার করেছেন। এই বিষয়টিই দর্শকেরা বেশি পছন্দ করেন তার সম্পর্কে।

error: Content is protected !!