খুলতেই চায় না! কলকাতা মেট্রো ব্লু লাইনে বড় পরিবর্তন, যাত্রীদের সুবিধার্থে বদলাচ্ছে সব স্বয়ংক্রিয় গেট

দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ব্লু লাইনে বদল আসছে। পুরনো স্বয়ংক্রিয় গেটের বদলে বসানো হবে ১৩৩টি নতুন গেট, যাত্রীদের সুবিধার জন্য।

কলকাতা মেট্রোয়(Kolkata Metro) বড়সড় পরিবর্তন আসছে। একদিকে যেমন শহরের বিভিন্ন রুটে মেট্রো সম্প্রসারণের কাজ চলছে, তেমনই ব্লু লাইনে (Dakhineswar–Shahid Khudiram route) যাত্রীদের সুবিধার জন্য বড় পদক্ষেপ নিল মেট্রো(Kolkata Metro) কর্তৃপক্ষ। এবার বদলে ফেলা হচ্ছে সমস্ত পুরনো স্বয়ংক্রিয় গেট।

Kolkata Metro
Kolkata Metro

মেট্রো সূত্রে খবর, ২৫টি স্টেশনে মোট ১৩৩টি নতুন গেট বসানো হবে। আগামী কয়েক মাসের মধ্যেই এই কাজ সম্পূর্ণ হবে। ২০১১ সালে বসানো পুরনো গেটগুলি এতদিনে নষ্ট হয়ে গিয়েছে বা যন্ত্রাংশের অভাবে রক্ষণাবেক্ষণ করা সম্ভব হচ্ছে না।

কিউআর কোড যুক্ত কাগজের টিকিট চালু হওয়ার পর থেকেই গেট খুলতে সমস্যা হচ্ছিল বলে অভিযোগ নিত্যযাত্রীদের। অনেক সময় গেট না খোলার কারণে লম্বা লাইন পড়ে এবং তাড়াহুড়োর সময় সমস্যায় পড়েন যাত্রীরা। কাগজ ভাঁজ হয়ে গেলে কিউআর কোড স্ক্যান করতে না পারাও অন্যতম সমস্যা।

আরও পড়ুন
দ্বিগুণ হচ্ছে পরিষেবা! কলকাতা এয়ারপোর্টে বাড়ছে মেট্রো, রাতেও মিলবে, কবে থেকে চালু?

যদিও বরানগর ও দক্ষিণেশ্বরের মতো নতুন স্টেশনে আপাতত গেট বদলের পরিকল্পনা নেই। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের অভিযোগ ও প্রযুক্তিগত সমস্যার কথা মাথায় রেখেই গেট বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন গেটগুলিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে যাতে ভবিষ্যতে এ ধরনের অসুবিধা না হয়।

খবর
দর্শনার্থীদের ভিড় সামলাতে জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগর, রানাঘাটে মাঝরাতেও চলবে স্পেশাল ট্রেন, রইল তালিকা

#KolkataMetro #BlueLine #MetroUpdate #AutomaticGates #PublicTransport #KolkataNews #IndianRailways #MetroCommuters #WestBengalNews

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক