খাস কলকাতায় তরুণীকে অপহরণ ও শ্লীলতাহানির অভিযোগ, তদন্তে পুলিশ

আবারও রাতের কলকাতায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল নৃশংস ঘটনা। খাস কলকাতার ব্যস্ত ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস সংলগ্ন এলাকা থেকে এক তরুণীকে জোর করে গাড়িতে তুলে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে প্রগতি ময়দান থানার পুলিশ ওই তরুণীকে অজ্ঞান অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে তিনি পার্ক সার্কাসের চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা প্রথমে রাস্তার পাশে দাঁড়িয়ে বাসের অপেক্ষায় থাকা তরুণীর সামনে গাড়ি থামিয়ে তাঁকে জোর করে ভেতরে তোলে। এরপর গাড়িতে থাকা কয়েকজন মিলে তাঁকে মাদক জাতীয় কিছু খাওয়ানোর পর শ্লীলতাহানির চেষ্টা বা হামলা চালায় বলে অভিযোগ।

ঘটনার পর স্থানীয়দের নজরে আসে রাস্তায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকা ওই তরুণীকে। খবর পেয়ে প্রগতি ময়দান থানার পুলিশ সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণী জানিয়েছেন, গাড়িতে থাকা ব্যক্তিদের মধ্যে একজন তাঁর পরিচিতও থাকতে পারে বলে সন্দেহ করছেন তিনি।

পুলিশ ইতিমধ্যেই এফআইআর রুজু করেছে এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। একই সঙ্গে তরুণীর ফোন রেকর্ড, পরিচিতদের জিজ্ঞাসাবাদসহ বহু দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারী দল।

এই ঘটনার পরে ফের একবার রাতের শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যস্ততম বাইপাস এলাকায় এমন ঘটনা কীভাবে ঘটল, তা নিয়েও উঠেছে সমালোচনা। পুলিশের দাবি, অভিযুক্তদের শনাক্ত করতে জোরদার তদন্ত চলছে এবং খুব শিগগিরই একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে।

আরও পড়ুন
জিডিপি দুরন্ত ছন্দে: দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের প্রবৃদ্ধি ৮.২%

শহরে নারী নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বৃদ্ধি, টহলদারি জোরদার করা এবং সংবেদনশীল এলাকাগুলিতে বিশেষ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শহরবাসী, বিশেষত মহিলা যাত্রীরা, এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

আরও পড়ুন
বাড়ছে মেট্রো সংখ্যা, ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে পার্পল লাইনের সময়সূচি

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক