১১ বছর পর ফের লাইমলাইটে আরফিন রানা। ইন্ডিয়ান আইডলের অডিশনে মোহম্মদ রফির গান গেয়ে বিচারকদের মুগ্ধ করেছেন কলকাতার এই প্রতিভা।
সঙ্গীত তাঁর রক্তে। সারেগামাপা শুনতে শুনতেই বড় হয়েছেন আরফিন রানা, যার পরিবারই গানকে অক্সিজেনের মতো মানে। বাবা লোকগান গায়ক, মা রবীন্দ্রসঙ্গীত শিল্পী। এই শিল্পী ২০১৪ সালে সারেগামাপার মঞ্চে সেকেন্ড রানার আপ হয়েছিলেন।
এবার ১১ বছরের ব্যবধানের পর ফের লাইমলাইটে এসেছেন আরফিন। চলতি বছর ইন্ডিয়ান আইডলের অডিশনে তিন বিচারকের নজর কেড়েছেন তিনি। প্রোমোতে আরফিন বলেন, “আমার মা রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আর বাবা লোকগান করেন।” এই উত্তর শুনে শ্রেয়ার বললেন, ‘তোমার কাছে সঙ্গীতের খাজানা আছে।’
প্রথম পারফরম্যান্সে মোহম্মদ রফির ‘মেরে মেহবুব তুঝে মেরি মোহব্বত…’ গেয়ে স্ট্যান্ডিং ওভেশন পান আরফিন। বিচারকরা মুগ্ধ হয়ে তার গান শোনেন। চলতি সিজনে বাংলার মুখ উজ্জ্বল করতে আরফিনের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছেন উত্তরবঙ্গের বনশ্রী।
পাশাপাশি, গত সিজনের বাঙালি গায়ক-গায়িকা শুভজিৎ ও বিশ্বরূপরা শুভেচ্ছা জানিয়েছেন। রিয়ালিটি শো-এর মঞ্চে পরিচিত মুখ হলেও গান, রান্না ও বই পড়া-সবই ভালোবাসেন এই প্রতিভা। ইন্ডিয়ান আইডল সিজন ১৬-এ তিনি লম্বা রেসের ঘোড়া হতে চলেছেন।
#IndianIdol #ArfinRana #BengaliSinger #Saregamapa #MusicTalent #RealityShow
