Koushani: লক্ষ্মীপুজোর সমস্ত ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী কৌশানী মুখার্জী (Koushani)! তাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন অনুরাগীরা। প্রত্যেক বছর বাড়িতে মহা-আড়ম্বরের সাথে মা লক্ষ্মীর আরাধনা করেন এই অভিনেত্রী। বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধির আশায় সকলে মিলে পুজো করেছেন।
তবে ব্যস্ততার কারণে ছবি পোস্ট করতে না পারলেও অবশেষে সে সমস্ত ছবি তিনি ভাগ করে নিয়েছেন সকলের সাথে। এদিন বাড়ির সকলে মিলে মেতে উঠেছিলেন পুজোয়। যেখানে ছিলেন তার বাড়ির সদস্য থেকে শুরু করে প্রেমিক বনি সেনগুপ্তর বাড়ির সদস্যরা।
অভিনেত্রীকে এদিন লাল রঙের একটি শাড়িতে দেখা গিয়েছে। ওই একই রঙের পোশাকে দেখা দিয়েছে বনিকেও। পুজোর সময় কৌশানী শাড়ি পরে মাথায় ফুলের মালা নিয়ে ঠিক যেন লক্ষ্মীমন্ত মেয়ে হিসেবে সেজে উঠেছিলেন।
সমস্ত কিছু গুছিয়ে নিজেই তদারকি করেছেন পুজোয়। তবে পুজো ছাড়াও দু’জনে আদুরে মুহূর্ত কাটাতেও ভোলেননি। সেই ছবিও তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখার পর সকলে একটা প্রশ্নই করছেন বারবার, যে বিয়েটা তারা কবে সারবেন? কারণ, অনেক বছর হলো সম্পর্কে আবদ্ধ রয়েছেন এই জুটি।
যদিও তারা কবে বিয়ের পিঁড়িতে বসবেন এই নিয়ে কোনো কিছুই খোলসা করে জানাননি। উল্লেখ্য, কৌশানীকে শেষ বার দেখা দিয়েছে ‘রক্তবীজ ২’ সিনেমায়। যেখানে তিনি অভিনয় করেছেন অঙ্কুশ হাজরার বিপরীতে। পুজোয় মুক্তি পেয়েছে তাদের এই সিনেমা, যা ইতিমধ্যেই বেশ পছন্দ করেছেন দর্শকেরা। এরপর তাকে কোন কাজে দেখা যাবে তা এখনো ঘোষণা করেননি।