সুশান্তের পর এবার নতুন সম্পর্কে কৃতি শ্যান। ৮ বছরের ছোট ইংল্যান্ডের কোটিপতি কবীর বাহিয়ার সঙ্গে প্রেমে মগ্ন অভিনেত্রী, বিয়ের গুঞ্জন তুঙ্গে।
বলিউড অভিনেত্রী কৃতি শ্যানের প্রেম এখন বি-টাউনের গরম আলোচ্য বিষয়। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কের পর এবার নতুন প্রেমে মজেছেন কৃতি। এবার তার জীবনে এসেছেন ইংল্যান্ডের কোটিপতি তরুণ কবীর বাহিয়া। বয়সে কৃতির থেকে প্রায় আট বছরের ছোট এই উদ্যোক্তা সম্প্রতি অভিনেত্রীর সঙ্গে আবুধাবিতে ইউএফসি ৩২১ ইভেন্টে হাজির হয়েছিলেন।
ইনস্টাগ্রামে শেয়ার করা কৃতির ছবিগুলিতে দেখা গিয়েছে কবীর ও বরুণ ধাওয়ানকে। পোস্টে কৃতি লিখেছেন, “আবুধাবিতে ফাইট নাইটের এনার্জি! এই দুইজনের সঙ্গে ইউএফসি ৩২১-এর উন্মাদনা প্রত্যক্ষ করতে পেরে দারুণ লাগল।” কৃতির পোস্টে কবীরের প্রতিক্রিয়ায় লাল হৃদয় ও গ্লাভস ইমোজি, যা আরও জল্পনা বাড়িয়েছে।
এর আগেও লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে, দুবাইয়ের পারিবারিক বিয়েতে এবং রাহাত ফতেহ আলি খানের কনসার্টে একসঙ্গে দেখা গিয়েছিল এই জুটিকে। জানা যায়, কৃতির বোন নূপুর শ্যানই কবীরের সঙ্গে কৃতির পরিচয় করিয়ে দেন।
কবীর বাহিয়া ১৯৯৯ সালে জন্মগ্রহণ করেন এবং মিলফিল্ড বোর্ডিং স্কুল থেকে পড়াশোনা শেষ করেন। তার বাবা কুলজিন্দর বাহিয়া যুক্তরাজ্যের শীর্ষ ট্রাভেল কোম্পানি Southall Travel-এর প্রতিষ্ঠাতা।
এদিকে কৃতি শ্যানকে শীঘ্রই দেখা যাবে আনন্দ এল রাই পরিচালিত ‘তেরে ইশক মে’ ছবিতে ধনুশের সঙ্গে। এছাড়াও হোমি আদাজানিয়ার ‘ককটেল’ সিক্যুয়েলে শাহিদ কাপুর ও রশ্মিকা মন্দানার সঙ্গে অভিনয় করবেন তিনি।
বিনোদন
ক্রিস মার্টিন ও সোফি টার্নারের গোপন প্রেমের গুঞ্জন
#KritiSanon #KabirBahia #BollywoodCouple #LoveStory #CelebrityNews #UFC321 #TereIshqMein #BollywoodGossip #EntertainmentNews

