Koel-Kumar Sanu: টলি ক্যুইন কোয়েল মল্লিককে (Koel) উদ্দেশ্য করে প্রেমের গান গাইলেন সুর সম্রাট কুমার শানু (Kumar Sanu)। সম্প্রতি সেই ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। টলিউড হোক বা বলিউড দীর্ঘ কয়েক দশক ধরে রাজত্ব করেছেন কুমার শানু। হাজার হাজার গান গেয়েছেন তিনি।
বাংলা, হিন্দির পাশাপাশি আঞ্চলিক ভাষাতেও গান গেয়েছেন এই শিল্পী। তার অনুরাগীর সংখ্যা গুনে শেষ করা যাবে না। মুম্বাইতে থাকলেও বাংলার এই সন্তান নিজের মাতৃভূমিকে ভোলেননি। তাকে আমন্ত্রণ জানানো হলে তিনি ছুটে আসেন কলকাতায়। সম্প্রতি ‘সারেগামাপা’র মঞ্চে দেখা গিয়েছে তাকে।
আর সেখানেই ‘স্বার্থপর’ সিনেমার প্রচারে এসেছিলেন কোয়েল। এদিন যে ভিডিও উঠে এসেছে সেখানে দেখা যায় মঞ্চে কোয়েল এবং কুমার শানু দাঁড়িয়ে রয়েছেন। অভিনেত্রীর উদ্দেশ্যে একটি জনপ্রিয় হিন্দি গান গাইতে দেখা যায় কুমার শানুকে।
আর গানটি যে ভীষণভাবে উপভোগ করেছেন কোয়েল তা বোঝা গিয়েছে তাকে দেখেই। অন্যদিকে এদিন ছিল আবার কুমার শানুর জন্মদিন। মঞ্চে সকলকে ডেকে কেক কেটে তার জন্মদিনও উদযাপন করা হয়। সবমিলিয়ে বলতে গেলে ‘সারেগামাপা’র এই এপিসোডটি জমজমাট হয়ে উঠেছিল।
উল্লেখযোগ্য, বয়স বাড়লেও কুমার শানুর গলায় কিন্তু খুব একটা পরিবর্তন আসেনি। এখনো তার গান সমান ভালোবাসেন দর্শকেরা। অন্যদিকে যদি আমরা কোয়েলকে দেখি তাহলে তিনিও দীর্ঘ ২০ বছর কাটিয়ে ফেলেছেন টলিউডে। তবে আজও তিনি দর্শকদের হৃদয় জুড়ে অবস্থান করছেন। ইতিমধ্যেই তার সিনেমা ‘স্বার্থপর’ বেশ প্রশংসা পেতে শুরু করেছে।
বিনোদন
অপর্ণা সেনের জন্মদিনে নজর কাড়লেন বড় মেয়ে কমলিনী
#Koel #KumarSanu

