প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ। চার দশকের কেরিয়ারে ২০০-র বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। স্ত্রী মধু শাহের জন্য রেখে গিয়েছেন ৫০ কোটির সম্পত্তি।
প্রয়াত হলেন অভিনেতা সতীশ শাহ। দীর্ঘ চার দশকের অভিনয়জীবনে অসংখ্য দর্শকের মন জয় করেছিলেন তিনি। শেষবার তাঁকে দেখা গিয়েছিল জ়োয়া আখতারের সিরিজ় ‘দ্য আর্চিজ’–এর প্রিমিয়ারে, প্রায় দু’বছর আগে। তারপর থেকেই শরীরের অবনতি হতে থাকে এই প্রখ্যাত অভিনেতার। অস্ত্রোপচারও হয়েছিল, তবে শেষরক্ষা হল না।
সতীশ শাহ ছিলেন বলিউডের অন্যতম প্রিয় কৌতুকাভিনেতা। আশির দশকে ‘ইয়ে জো হ্যায় জ়িন্দগী’ নামের এক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন তিনি। আশ্চর্যের বিষয়, ধারাবাহিকটির ৫৫টি পর্বে ৫৫টি আলাদা চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। অভিনয়ের বহুমুখিতা ও স্বতঃস্ফূর্ততার জন্য তিনি দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন অনায়াসেই।
চলচ্চিত্রের পাশাপাশি ছোটপর্দাতেও সমান জনপ্রিয় ছিলেন সতীশ। ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। যদিও কেরিয়ারের শুরুতে তাঁকে বৈষম্যের মুখে পড়তে হয়েছিল। এক সাক্ষাৎকারে সতীশ জানিয়েছিলেন, ‘জানে ভি দো ইয়ারোঁ’ ছবির জন্য তিনি পারিশ্রমিক পাননি একসঙ্গে—বহু কিস্তিতে ৫০ বা ১০০ টাকার চেকে দেওয়া হয়েছিল তাঁর প্রাপ্য অর্থ। কিন্তু নব্বইয়ের দশক থেকে ভাগ্যের চাকা ঘুরে যায়, ফিরে আসে প্রাপ্য সম্মান ও পারিশ্রমিকের সাম্য।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত ছিলেন সতীশ শাহ। স্ত্রীর সঙ্গে খুব কমই দেখা গিয়েছে তাঁকে প্রকাশ্যে। তাঁর স্ত্রী মধু শাহ পেশায় একজন পোশাকশিল্পী। নিজের পেশায় ব্যস্ত থাকা সত্ত্বেও তিনি আলোচনার বাইরে থাকতেই পছন্দ করতেন। সতীশ একাধিকবার বলেছেন, তিনি খুব বেশি গোছানো মানুষ নন, আর মধুই তাঁর জীবনের ভারসাম্য রক্ষা করতেন।
চার দশকের উজ্জ্বল কেরিয়ার শেষে স্ত্রী মধু শাহের জন্য প্রায় ৫০ কোটির সম্পত্তি রেখে গিয়েছেন অভিনেতা। প্রচারের আলো থেকে দূরে থেকেও, পর্দায় তাঁর হাসি ও উপস্থিতি আজও দর্শকদের মনে অমলিন হয়ে থাকবে।
বিনোদন
Madhumita: অভিনেত্রী মধুমিতার জন্মদিনে আদুরে পোস্ট প্রেমিক দেবমাল্যর! দেখুন ভিডিও
#SatishShah #BollywoodActor #SatishShahDeath #IndianCinema #ComedyLegend #BollywoodNews #Entertainment #MadhuShah #ActorTribute #IndianTV
