আপনি যদি চান ভবিষ্যতে আপনার অবর্তমানে আপনার পরিবার আর্থিকভাবে সচ্ছল থাকুক কোন সমস্যায় না পড়ুক তাহলে আজকের পলিসি টি আপনার জন্য। আমরা লাইফ ইন্সুরেন্স করানোর ক্ষেত্রে সব থেকে আগে নির্ভরযোগ্য এবং ভরসাযোগ্য যে সংস্থাটির নাম মনে করি সেটি হলো এলআইসি(LIC)। এলআইসি সংস্থা কি মানুষ চোখ বন্ধ করে ভরসা করতে পারেন, এলআইসি আজকের কোম্পানি নয় অনেক পুরনো কোম্পানি।
এলআইসি আপনাদের জন্য নিয়ে এসেছে একটি নতুন পলিসি। এই পলিসিটিতে আপনি দিনে ৩০ টাকা দিয়ে ৪ লক্ষ টাকা অব্দি রিটার্ন পেতে পারেন। LIC Aadhar Stamh Policy’ যেখানে আপনার এই পলিসি সাথে কোনো লিঙ্ক থাকবে না, এটা কি নন লিঙ্ক পলিসি হবে? ৮৪৩ নম্বর টেবিলে প্ল্যানটি আপনি দশ থেকে কুড়ি বছর পর্যন্ত করতে পারবেন। এখানে আপনি গ্যারান্টি মোটা অংকের টাকা ফেরত পাবেন।
আপনি যদি এই পলিসি নেন তাহলে আপনাকে রিস্ক কাভারেজ থাকবে যেদিন পলিসি করবেন সেই দিন থেকেই। আপনার যদি মৃত্যু হয় তাহলে নমিনির হাতে মোটা টাকা দেওয়া হবে এবং ম্যাচিউরিটি হবার পর সাম অ্যাসিওরড দেওয়া হবে। এর সাথে আপনি লয়ালিটি বোনাস ও পাবেন। এই তিন মাসে বা ছয় মাসের বা বছরের জন্য প্রিমিয়াম দিতে পারেন।
আপনাকে নির্দিষ্ট কিছু টাকা কুড়ি বছরের জন্য জমা করতে হবে। তাহলে আপনি একটা মোটা অংকের টাকা পাবেন। যদি আপনি দিনে ৩০ টাকার পলিসি টি করেন তাহলে মাসে আপনাকে প্রিমিয়াম দিতে হবে ৯০১ টাকা এবং বছরে ১০৮১২টাকা। কুড়ি বছর পর যে টাকা জমবে তার দৌলতে আপনি তিন লক্ষ টাকা পাবেন। তার সাথে রয়েছে ন্যায়লিটি বোনাস সবমিলিয়ে আপনি ৩ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকার কাছাকাছি পাবেন অর্থাৎ প্রায় চার লক্ষ টাকায় পাবেন।
এই পলিসিটি শুধুমাত্র পুরুষদের জন্যই আনা হয়েছে। ৮ থেকে ৫৫ বছর বয়সীদের জন্যই পলিসিটি করতে পারবেন। এক্ষেত্রে মনে রাখতে হবে পলিসির ম্যাচিউরিটি গ্রাহকের ৭০ বছর বয়সের আগে হতে হবে। অর্থাৎ আপনার যদি বয়স হয় ৫৫ অর্থাৎ আপনি যদি ৫৫ বছর বয়সে এই পলিসিটি করেন তাহলে ১৫ বছর অব্দি করতে পারবেন।