দূরপাল্লার ৮ এক্সপ্রেস আর থামবে না বিধানগর রোডে, রেলের বড় সিদ্ধান্ত

২৭ অক্টোবর থেকে বিধানগর রোড স্টেশনে থামবে না আটটি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন। যাত্রীসংখ্যা কম থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

বিধানগর রোডে দূরপাল্লার ট্রেনের স্টপেজ বন্ধের সিদ্ধান্ত

আগামী সোমবার, অর্থাৎ ২৭ অক্টোবর ২০২৫ থেকে আর থামবে না আটটি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বিধানগর রোড স্টেশনে। পূর্ব রেল জানিয়েছে, যাত্রীসংখ্যা অত্যন্ত কম থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিধানগর রোড বা উল্টোডাঙা স্টেশনটি পূর্ব রেলের শিয়ালদহ-রানাঘাট লাইনের একটি ব্যস্ত কেন্দ্র। প্রতিদিন প্রায় ৯ লক্ষ ৭৫ হাজার যাত্রী এখানে ওঠানামা করেন, দিনে প্রায় ৩২৫টি ট্রেন চলাচল করে। কিন্তু রেলের দাবি, দূরপাল্লার ট্রেনগুলিতে এখানে যাত্রীসংখ্যা প্রায় নেই বললেই চলে।

কোন কোন ট্রেন আর থামবে না বিধানগর রোডে

পূর্ব রেল সদর দফতর জানিয়েছে, ২৬ ও ২৭ অক্টোবর থেকে নিম্নলিখিত আটটি ট্রেনের (চার জোড়া) বিধানগর রোড স্টপেজ প্রত্যাহার করা হচ্ছে—

1️⃣ শিয়ালদহ-মালদহ টাউন গৌর এক্সপ্রেস (১৩১৫৩) — ২৭ অক্টোবর থেকে
2️⃣ মালদহ টাউন-শিয়ালদহ গৌর এক্সপ্রেস (১৩১৫৪) — ২৬ অক্টোবর থেকে
3️⃣ শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস (১৩১৪৭) — ২৭ অক্টোবর থেকে
4️⃣ বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস (১৩১৪৮) — ২৬ অক্টোবর থেকে
5️⃣ শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস (১৩১৪৯) — ২৭ অক্টোবর থেকে
6️⃣ আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস (১৩১৫০) — ২৬ অক্টোবর থেকে
7️⃣ শিয়ালদহ-জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস (১৩১৮৫) — ২৭ অক্টোবর থেকে
8️⃣ জয়নগর-শিয়ালদহ গঙ্গাসাগর এক্সপ্রেস (১৩১৮৬) — ২৬ অক্টোবর থেকে

রেলের ব্যাখ্যা ও কারণ

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, “বিধানগর রোডে দূরপাল্লার ট্রেনগুলিতে যাত্রীসংখ্যা অত্যন্ত কম। দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে, এই স্টেশনে খুব কম সংখ্যক যাত্রী ওঠানামা করেন। তাই সময়নিষ্ঠা বজায় রাখতে এবং ট্রেন চলাচল আরও দ্রুত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

রেল সূত্রের দাবি, এই সিদ্ধান্ত কোনও মৌসুমি পরিবর্তনের কারণে নয়, বরং দীর্ঘমেয়াদী তথ্য বিশ্লেষণের ভিত্তিতে নেওয়া হয়েছে। যদিও এই সিদ্ধান্ত এমন সময়ে এসেছে যখন সামনে ছট ও জগদ্ধাত্রী পুজো, তখন সাধারণত যাত্রীসংখ্যা বেড়ে যায়।

যাত্রীদের সমস্যা ও বিকল্প ব্যবস্থা

এই সিদ্ধান্তে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন বিধানগর, উল্টোডাঙা, সল্টলেক ও নিউটাউন অঞ্চলের যাত্রীরা। আগে তাঁরা এখান থেকেই উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের ট্রেনে উঠতেন। এখন তাঁদের শিয়ালদহ পর্যন্ত যেতে হবে।

রেলের পরামর্শ— যাত্রীরা স্থানীয় ইএমইউ ট্রেনে সহজেই ১৫-২০ মিনিটে শিয়ালদহ পৌঁছাতে পারবেন। এছাড়া কিছু ট্রেন নৈহাটি জংশন থেকেও ধরা সম্ভব।

বিধানগর রোড স্টেশনের গুরুত্ব

বিধানগর রোড কলকাতার অন্যতম ব্যস্ত উপনগরীয় স্টেশন, যা সল্টলেক, নিউটাউন, লেকটাউন ও উত্তর ২৪ পরগনার অংশকে শহরের কেন্দ্রের সঙ্গে যুক্ত করে। তবে এটি মূলত লোকাল ট্রেন যাত্রীদের কেন্দ্র হিসেবেই গড়ে উঠেছে। দূরপাল্লার যাত্রীদের কাছে শিয়ালদহই রয়ে গিয়েছে প্রধান টার্মিনাল।

সারসংক্ষেপ

এই পদক্ষেপের মাধ্যমে রেল সময়নিষ্ঠা, গতি বৃদ্ধি ও অপারেশনাল দক্ষতা বাড়ানোর দিকে আরও এক ধাপ এগোল। যদিও কিছু যাত্রী এতে সমস্যায় পড়বেন, রেলের দাবি— এটি দীর্ঘমেয়াদে পরিষেবা উন্নতির জন্য প্রয়োজনীয় পরিবর্তন।

খবর
পা পিছলে পোড়ে গিয়েছিলেন যাত্রী, ৩০০ মিটার টেনে-হিচড়ে নিয়ে গেল বাস, যুবকের মর্মান্তিক মৃত্যু

#IndianRailways #EasternRailway #BidhannagarRoad #KolkataTrains #TrainStopChange #WestBengalNews #RailwayUpdate #KanchankanyaExpress #GourExpress #UttarbangaExpress #GangasagarExpress

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক