শ্রাবণ মাসের আজ দ্বিতীয় দিন। এই মাসটি হিন্দু ধর্মের মানুষের কাছে একটি পবিত্র মাস। কথিত আছে, শ্রাবণ মাসে সমুদ্রমন্থনের সময় মহাদেব বিষ গলাধঃকরণ করেছিলেন। এর পাশাপাশি শ্রাবণ মাসটি শিব ও পার্বতীর পুনর্মিলনের মাস হিসেবেও পরিচিত। তাই এই মাসে শিবের পাশাপাশি দেবী পার্বতীর উপাসনা করলে বিশেষ ফল লাভ করা যায়।
তবে ভগবানের উপাসনা করলেই হয় না, তার জন্য কিছু নিয়মকানুন রয়েছে। আর সেই নিয়মকানুন না মানলে দেবতা রুষ্ট হন। সব দেবদেবীকে সব ফলফুল দেওয়া যায় না। নাহলে অন্য কোনও খারাপ কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই হয়তো জানেন না শ্রাবণ মাসে ভগবান শিবকে কী ফুল দেওয়া উপযুক্ত। তাই আজকের প্রতিবেদনে তারই একটি সুস্পষ্ট ধারণা দেওয়া হল।
শিবের পুজোয় বেলপাতা দেওয়া আবশ্যক। বেলপাতা ছাড়া শিবের উপাসনা সম্ভব নয়। বেলপাতাতে দেখতে হবে তিনটি পাতাই যেনো থাকে। না হলে মহাদেব রুষ্ট হন। এই পাতা মহাদেবকে দিলে জীবনে অনেক সমস্যাই দূর হয়ে যায়।
মনের মতন জীবনসঙ্গী পেতে গেলে বেল গাছের ফুল দিয়ে মহাদেবের পুজো করুন।
আর্থিক সংকট থাকলে তা কাটিয়ে ওঠার জন্য মহাদেবকে নীলকন্ঠ ফুল বা নীল রঙের অপরাজিতা ফুল দিয়ে পুজো দিন।
বেল পাতা ছাড়া শিবের পুজোয় অশ্বত্থ পাতার ব্যবহার রয়েছে। কথিত আছে, ব্রহ্মা, বিষ্ণু ও শিব অশ্বত্থ গাছের পাশে থাকতেন। তাই মহাদেবকে এই পাতা দেওয়া যেতে পারে। এর ফলে জীবন থেকে শনির দোষ কেটে যাবে।
এছাড়া রয়েছে শিউলি ফুল ও ধুতরা ফুল। এই ফুল মহাদেব পছন্দ করেন। তাই জীবনে সম্পদ বৃদ্ধির জন্য শিউলি ফুল মহাদেবকে অর্পণ করুন। এর পাশাপাশি সংসারে শান্তি বজায় রাখতে ও সন্তানসুখ লাভের জন্য ভগবান শিবকে ধুতরা ফুল দিন।