১১ বছর আগে মাকে হারিয়েছেন, মায়ের জন্মদিনে আবেগঘন রুপঙ্কর

এই পৃথিবীর সবথেকে সুন্দর এবং পবিত্র সম্পর্ক হলো মা-সন্তানের সম্পর্ক। একজন মা তার সন্তানকে কতটা ভালোবাসেন, কতটা আগলে রাখেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সন্তানের ভালোর জন্য যে কোনো দূরত্ব অতিক্রম করতে পারেন মায়েরা। তবে অনেক সময় সন্তানেরা এই অকৃত্রিম ভালোবাসা বুঝতে পারেন না।

পরে যখন তাদের মায়েরা পৃথিবী ছেড়ে চলে যান তখন তাদের অনুপস্থিতি কুরে কুরে খায় তাদের। সেরকমটাই হয়েছে শিল্পী রূপঙ্কর বাগচীর ক্ষেত্রে। ১১ বছর আগে মাকে হারিয়েছেন তিনি। আজও তার স্মৃতিরা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রয়েছে তাকে। মায়ের জন্মদিন উপলক্ষ্যে সেই অব্যক্ত কথাই তুলে ধরেছেন সকলের সামনে।

১১ ই আগস্ট রবিবার ছিল রুপঙ্করের মা সুমিত্রা বাগচীর জন্মদিন। এই শিল্পী মা’কে হারিয়ে ফেলেছেন ১১ বছর আগে। বর্তমানে তার স্মৃতি নিয়েই বেঁচে আছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় মা’কে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন পুরনো দিনের একটি ছবি পোস্ট করে। যেখানে দেখা যাচ্ছে মায়ের পাশে দাঁড়িয়ে রয়েছেন ছোট্ট রূপঙ্কর।

আবেগপ্রবণ হয়ে রূপঙ্কর লিখেছেন, ‘এখন আমি বাড়ি ফিরছি শো করে। Lunch হয়নি। খুব খিদে পেয়েছে। ২০১৩ এর আগে হলে তুমি এতক্ষণে অনেকবার ফোন করে ফেলেছো। খেয়েছি কিনা জানতে চাইছো। আমি খুব বিরক্ত হয়ে বারবার বলছি, কেন এতবার কল করো বলতো মা? আর বিরক্ত হই না,কারণ তুমি আর ফোন করোনা।’

তার মা না থাকলেও তার স্মৃতিরা ভেসে আসছে শিল্পীর মনে। তিনি জানিয়েছেন তার জীবনে মায়ের প্রভাব ঠিক কতটা। রবীন্দ্রনাথের প্রতি টান থেকে শুরু করে গল্পের বইয়ের প্রতি নেশা সবই তিনি পেয়েছেন মায়ের কাছ থেকে। অভিজাত বংশের সন্তান ছিলেন তার মা। তাইতো তার মধ্যে ছিল সুশিক্ষা এবং সংস্কৃতি।

আরও পড়ুন,
*ভাইপো রিওর জন্মদিন, শ্বশুরবাড়ির সমস্ত সদস্যদের সাথে হইহুল্য কাঞ্চনের, ভাইরাল একগুচ্ছ ছবি