প্রকাশ্যে এলো অভিনেত্রী মধুমিতা সরকারের আগামী টেলিভিশন ধারাবাহিকের প্রোমো। যা দেখে রীতিমতো উচ্ছ্বাস ভক্তদের মনে। দীর্ঘদিন ধরেই সকলে চাইছিলেন মধুমিতা আরও একবার টেলিভিশনে ফিরে আসুক। কারণ, পাখি চরিত্রে অভিনয় করার পর তাকে আর বেশি টেলি দুনিয়ায় দেখা যায়নি।
টলিউডেই পাকাপাকিভাবে কাজ শুরু করেছিলেন তিনি। তবে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালেন এই অভিনেত্রী। খুব শীঘ্রই আসতে চলেছে তার নতুন ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’। যেখানে ঝিলের চরিত্রে দেখা যাবে তাকে। ধারাবাহিকের প্রোমো থেকে খানিকটা ধারণা পাওয়া গিয়েছে কাহিনীর।
আরও পড়ুন,
‘দাগি’ শিক্ষকদের গ্রুপ সি পদে নিয়োগের বিকল্প ব্যবস্থার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ঝিল মূলত এক দরিদ্র পরিবারের মেয়ে। যার বাবা পরিবারের অন্যান্য সদস্যের ওপর অত্যাচার করে। আর তার মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়। এই পরিস্থিতিতে কীভাবে সে লড়াই করে বেঁচে থাকে সেই নিয়ে এগোবে কাহিনী। অন্যদিকে তার বিপরীতে অভিনয় করবেন নীল ভট্টাচার্য।
যাকে দেখা যাবে একজন দয়ালু ডাক্তারের চরিত্রে। যিনি টাকাপয়সার কথা না ভেবেই চিকিৎসা করেন। হঠাৎ এক রাতে তারা মুখোমুখি হয়। সেখান থেকে কীভাবে তারা একে অপরের জীবনে জড়িয়ে যাবে সেই কাহিনী বলবে ধারাবাহিকটি। এখনও পর্যন্ত দিনক্ষণ সামনে আসেনি।
উল্লেখ্য, ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে কাজ করে তুমুল প্রশংসা লাভ করেছেন মধুমিতা। এরপর মাত্র একটা ধারাবাহিকে কাজ করেছিলেন তিনি। মূলত বড়োপর্দাতেই চুটিয়ে অভিনয় করছিলেন। অনেকবার তাকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে এড়িয়ে গিয়েছেন বরাবর। অবশেষে স্টার জলসাতেই ফিরে আসছেন।