Madhumita-Debamalya: খুব শীঘ্রই আরো একবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিউড তথা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। তবে তার আগে আরও কিছুটা সময় একসঙ্গে কাটিয়ে নিচ্ছেন প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর (Debamalya Chakraborty) সাথে। সম্প্রতি তারই কিছু ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
খুব সম্ভবত কোথাও বেড়াতে গিয়েছিলেন তারা। রাস্তায় কিছুটা বিরতি নিতে দাঁড়িয়েছিলেন। তখনই ক্যামেরা বন্দী করা হয় দু’জনের বেশ কিছু মুহূর্ত। রাস্তায় দাঁড়িয়ে হাসিমুখে ক্যামেরার দিকে তাকাতে দেখা গিয়েছে তাদের। যে ছবিগুলি ভীষণই পছন্দ করেছেন নেটিজেনরা।
তাইতো নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলি। বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্য করতে দেখা দিয়েছে সকলকে। উল্লেখ্য, জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী। যদিও প্রথম বিবাহে বিচ্ছেদ হয়ে গিয়েছে, তবে নতুন করে তার জীবনে বসন্ত এনেছেন দেবমাল্য যিনি পেশায় আইটি কর্মী।
প্রথমবার অভিনেতা সৌরভ চক্রবর্তীর সাথে খুব অল্প বয়সে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। তবে সেই দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৯ সালে বিচ্ছেদ হয়ে যায় তার। এরপর কয়েক বছর একাই কাটিয়েছেন। অবশেষে নতুন করে তার জীবনে প্রেম এনেছেন দেবমাল্য।
জানা গিয়েছে, নতুন বছরের ২৩ শে জানুয়ারী বিয়ের আসর বসতে চলেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর রাজবাড়িতে। বিয়ের দু’দিন পর, ২৫শে জানুয়ারী রিসেপশনের আয়োজন করা হয়েছে শোভাবাজার রাজবাড়িতে। শোনা যাচ্ছে, সাবেকি সাজে বিয়ের দিন সেজে উঠবেন তারা। আপাতত বিয়ের তোড়জোড় চলছে জোরকদমে।
আরও পড়ুন
Vicky-Katrina: দাম্পত্যের আরও এক বছর: সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনাকে যেভাবে উইশ করলেন ভিকি কৌশল
#Madhumita #Debamalya