কপালে সিঁদুর, মুখ পানপাতায় ঢাকা! গোপনে বিয়ে সারলেন মধুমিতা? জানুন বিস্তারিত

পরনে লাল পাড় সাদা শাড়ি, মুখ পানপাতায় ঢাকা! গোপনে কি বিয়ে সারলেন অভিনেত্রী মধুমিতা সরকার? একটি ভিডিও দেখে এমনই প্রশ্ন নেটিজেনদের মনে। আসুন তাহলে বিষয়টি বিস্তারিত জানা যাক। এর আগে সৌরভ চক্রবর্তীর সাথে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মধুমিতা।

ভালোবেসে বিয়ে করলেও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। কয়েক বছর পরেই বিচ্ছেদের পথে হাঁটতে হয় তাদের। তবে ফের মধুমিতার জীবনে বসন্ত এনে দিয়েছেন আইটি কর্মী তথা ক্রিকেটার দেবমাল্য চক্রবর্তী। তার সাথেই বাকিটা জীবন কাটিয়ে দিতে চান অভিনেত্রী। এমনই ইঙ্গিত দিয়েছেন বারবার।

এরই মাঝে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যা দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা। কারণ, সেখানে সাবেকি বধূর সাজে দেখা গিয়েছে তাকে। আগেকার দিনে বাঙালী মেয়েরা যেভাবে বিয়ের পিঁড়িতে বসতেন সেই সাজে ধরা দিয়েছেন তিনি। সাথে এও লিখেছেন আপাতত এই বিশেষ মুহূর্তের অপেক্ষায় রয়েছেন।

ভিডিওটিতে দেখা যাচ্ছে বধূর সাজে কখনো উদাস দৃষ্টিতে তাকিয়েছেন আবার কখনো পান পাতার মুখ ঢেকেছেন। কপালে নিয়েছেন সিঁদুরের টিপ। এককথায় অনবদ্য লাগছিল তাকে দেখতে। আর ক্যাপশনে লিখেছেন, ‘ওই সময়ের অপেক্ষা।’ অর্থাৎ মনের মানুষের সাথে এই বিশেষ দিনের অপেক্ষা করছেন মধুমিতা।

ভিডিওটি দেখে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ কেউ বলেছেন মধুমিতাকে পুরনো দিনের রানীর মতোন লাগছে। আবার কারোর মতে তার ওপর থেকে চোখ সরাতেই পারছেন না। শুধু তাই নয় দেবমাল্য এবং তিনি কবে এই শুভ কাজটা সারবেন সেই প্রশ্নও করতে দেখা গিয়েছে অনেককে।

error: Content is protected !!