Madhumita: প্রেমিকের পরিবারের সাথে দীপাবলি উদযাপন মধুমিতার! দেখুন ছবি

Madhumita: দীপাবলীর আনন্দে মেতে উঠলেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita) ও তার পরিবার! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে তেমনটাই জানালেন ভক্তদের। দীর্ঘদিন ধরে প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সাথে রয়েছেন তিনি। এক বাড়িতেই থাকছেন তারা।

মাঝেমধ্যেই সে ঝলক আমরা দেখতে পাই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এবারও তার অন্যথা হলো না। এদিন বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন মধুমিতা। যেখানে দেখা যায় প্রেমিক ও তার বাবা-মার সাথে একসাথে বসে রয়েছেন তিনি সাথে রয়েছে দুই পোষ্য সারমেয়।

বিনোদন
কাঞ্চন-ই শ্রীময়ীর মূল্যবান গয়না, তাই এবারের ধনতেরাসে মেয়ে কৃষভিকে সোনার উপহার দিলেন কাঞ্চন, কী উপহার পেলো কৃষভি!

কখনো দেবমাল্যর সাথে বাজি পোড়াচ্ছেন আবার কখনো তার বাবা-মা ফানুস উড়িয়ে দিচ্ছেন। সকলের সাথে ভীষণই আনন্দে দিনটি কাটিয়েছেন অভিনেত্রী। যদিও অনেকে এই প্রশ্নও করেছেন তিনি নিজের বাড়ির সদস্যদের সাথে না থেকে কেন প্রেমিকের বাড়ির সদস্যদের সাথে বেশিরভাগ সময়টা থাকেন?

বিনোদন
Indian Idol 16: হাতে দোতারা, পরনে পাটানি, ইন্ডিয়ান আইডলে রাজবংশী কন্যা বনশ্রীর ঝলক, মুগ্ধ শ্রেয়া ঘোষাল-বাদশা- বিশাল দাদলানি

তবে সেসব প্রশ্নের উত্তর জানান না অভিনেত্রী। উল্লেখযোগ্য, টলিউডের নামকরা অভিনেত্রী হওয়ার সত্ত্বেও তার ব্যক্তিগত জীবন কিন্তু খুব একটা সুখের ছিল না। খুব অল্প বয়সে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন সহ-অভিনেতা সৌরভ চক্রবর্তীকে। তবে সেই বৈবাহিক জীবন দীর্ঘস্থায়ী হয়নি।

কয়েক বছরের মধ্যে বিচ্ছেদের পথে হাঁটতে হয় তাদের। এরপর বেশ কিছুটা সময় একাই ছিলেন। তারপর দ্বিতীয়বার তার জীবনে বসন্ত নিয়ে আসেন দেবমাল্য চক্রবর্তী। যিনি আইটি সংস্থার সাথে যুক্ত। এছাড়াও খুব ভালো ক্রিকেট খেলেন। বর্তমানে দু’জন মিলে দিব্যি আনন্দে দিন কাটাচ্ছেন।

বিনোদন
বাবা ও মেয়ের মুখের গড়ন অবিকল এক, এবার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নিজেই স্বীকার করলেন শ্রীময়ী চট্টরাজ

#madhumita #diwali

error: Content is protected !!