‘ফুল ফুটুক বা নাই ফুটুক, আজ বসন্ত!’ এমনই ঘোষণা করলেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। কি হয়তো অবাক হচ্ছেন? ভাবছেন হঠাৎ করে এমন কথা কেন বলতে গেলেন তিনি? আসলে তার নেপথ্যে রয়েছে হাজারো গোলাপ। সম্প্রতি সহস্র গোলাপ দিয়ে তৈরি একটি পোশাকে সেজে উঠেছেন তিনি।
যেখানে তিনি জানিয়ে দিয়েছেন তার মনের অব্যক্ত কথা। ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন পরিস্থিতি যেমনই হোক না কেন তারা যেন ফুলের মতন প্রস্ফুটিত হয়ে ওঠেন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে গোলাপ দিয়ে তৈরি একটি গাউন পরেছেন তিনি।
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই পোশাকটি তিনি নিজেই তৈরি করেছেন। তাকে এই পোশাকে কোনো রাজকন্যার থেকে কম সুন্দরী দেখাচ্ছিলো না। রীতিমতো কোমলতার নিদর্শন দেখিয়েছেন এই ছবির মাধ্যমে। আর তার ক্যাপশনটিও দিয়েছেন বেশ নজরকাড়া।
লিখেছেন, ‘সবাই বলে যেখানে তোমাকে রাখা হবে সেখানে প্রস্ফুটিত হও। কিন্তু আমি বলি যেখানে তুমি ভালো থাকো সেখানে প্রস্ফুটিত হও। আমি শুধুমাত্র এই ফুলের পোশাকটি পরিনি। আমি এটি ডিজাইন করেছি। আর এটা শুধুমাত্র একটি পোশাক নয় এটা একটি ঘোষণা।’
‘যে আমরা যেমন কোমল হতে পারি, আবার আমরা ভয়ঙ্কর হয়ে উঠতে পারি। আমরা যেমন মার্জিত হতে পারি আবার অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারি। তাই চিৎকার করে প্রস্ফুটিত হয়ে, গৌরবের সাথে প্রস্ফুটিত হয়ে ঘোষণা করছি ফুল ফুটুক নাই বা ফুটুক আজ বসন্ত।’
আরও পড়ুন,
*‘আইফা শো’তে বিয়ের প্রস্তাব পেলেন সালমান খান! কবে করছেন বিয়ে? জানুন কী জানালেন ‘ভাইজান’
*শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয়