Madhyamik Exam: ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে কড়া অবস্থান নিল মধ্যশিক্ষা পর্ষদ। শনিবার এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে — যেসব জেলা পরিদর্শক (ডিআই) বা বিদ্যালয় পরিদর্শকদের (এসআই) সন্তান আগামী বছরের মাধ্যমিক পরীক্ষায় বসবেন, তাঁরা কোনওভাবেই পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।
পর্ষদের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট ডিআই এবং এসআইদের অবিলম্বে এই তথ্য পর্ষদে জানাতে হবে।
খবর
দীপাবলির আগে দারুন সুখবর! রাজ্যের এই কর্মীদের বেতন বৃদ্ধি
পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, “ডিআই, এসআই-দের সন্তানরা মাধ্যমিক পরীক্ষা দিলে তাঁরা পরীক্ষা ব্যবস্থায় জড়িত থাকতে পারেন না। সাধারণত তাঁরা স্বেচ্ছায় বিষয়টি পর্ষদকে জানিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ান। কিন্তু গত বছর এক অনভিপ্রেত ঘটনার কারণে এবার আগেভাগেই বিজ্ঞপ্তি জারি করতে হয়েছে।”
জানা গেছে, গত বছর মালদহের জেলা পরিদর্শকের ছেলে মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন। কিন্তু তিনি বিষয়টি গোপন রেখেছিলেন। চারটি বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। এরপরই পর্ষদ তাঁকে পরীক্ষা সংক্রান্ত সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দেয়।
এই ঘটনার পর থেকেই পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে আরও সতর্ক হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রে খবর, পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্রের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এবার এই পদক্ষেপ।
পর্ষদের মতে, এই নির্দেশিকা লঙ্ঘন করলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। উদ্দেশ্য একটাই — ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা যাতে নিরপেক্ষ, নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
বিনোদন
কালীপুজোয় নৈহাটির বড় মা সেজে থাকবেন দেবের বেনারসিতে, আর কে কি দিচ্ছেন?
#WestBengalEducation #Madhyamik2026 #WBBSE #EducationNews #ExamRules #Transparency #SchoolInspection #EducationBoard #WestBengalNews #AcademicIntegrity