সোমবার থেকে শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত মহাকুম্ভ মেলা, সমাগম হতে পারে ৪০ কোটি ভক্তের

২০১৩ সালের পর ১২ বছর কেটে গিয়েছে। এবার ২০২৫ সাল, অর্থাৎ মহাকুম্ভ মেলার সময়সূচি নির্ধারিত হয়েছে। এদিন ১৩ই জানুয়ারি সোমবার থেকে শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত মহাকুম্ভ মেলা। এই মেলায় হাজির হতে চলেছেন দেশের লক্ষ লক্ষ পূণ্যার্থী। মনে করা হচ্ছে, এবারের মহাকুম্ভ মেলায় ৪০ কোটি ভক্তের সমাগম হতে পারে। আর তার জন্য সমস্ত প্রস্তুতি একেবারে তুঙ্গে।

এদিন সোমবার পৌষ পূর্ণিমায় প্রথমদিন লক্ষ লক্ষ ভক্তরা পুণ্যস্নান করলেন। সকাল থেকে প্রায় ৬০ লক্ষ মানুষ স্নান করেছেন। এত বড় একটি মেলা নিয়ন্ত্রণে রাখতে উত্তরপ্রদেশ সরকার বদ্ধপরিকর। গোটা দেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা পুণ্যস্নানের জন্য প্রয়াগরাজে আসছেন। মকর সংক্রান্তিতে বহু ভক্ত শাহি স্নান করছেন।

আজ ও কাল অর্থাৎ ১৩ ও ১৪ই জানুয়ারি শাহি স্নানের সবথেকে পুণ্যের সময়। আগামী ২৬শে ফেব্রুয়ারী পর্যন্ত এই মেলা চলবে। ১৩ তারিখ পৌষ পূর্ণিমা তিথিতে অনেকে স্নান করবেন। এরপর ১৪ ও ১৫ই জানুয়ারি মকর সংক্রান্তির জন্য পুণ্যস্নানের ভালো সময়৷ এরপর আগামী ২৯শে জানুয়ারি মৌনী অমাবস্যার দিন শাহি স্নানের উপযুক্ত সময় রয়েছে।

আগামী ৩রা ফেব্রুয়ারী রয়েছে বসন্ত পঞ্চমী। ওইদিন শাহি স্নান করবেন অনেকেই। ১২ই ফেব্রুয়ারী মাঘী পূর্ণিমার দিন স্নানের ভালো তিথি রয়েছে। এরপর সবশেষে ২৬শে ফেব্রুয়ারী শাহি স্নানের শেষ দিন। ওইদিন রয়েছে মহা শিবরাত্রি। ওইদিনের স্নান খুবই গুরুত্বপূর্ণ। এভাবেই মহাকুম্ভ মেলার পরিসমাপ্তি ঘটবে।

হিন্দু ধর্মে বিশ্বাক করা হয়, প্রয়াগে কয়েক ফোঁটা অমৃত সমুদ্র মন্থনের পর পড়েছিল। আর তাই এই স্থানটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে ত্রিবেণী সঙ্গম রয়েছে যা একটি পবিত্র স্থান বলে মনে করা হয়। গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থল প্রয়াগরাজ।

আরও পড়ুন,
*বৃন্দাবন থেকে ফিরে এলেন বিরাট ও অনুষ্কা, গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে হালকা মেজাজে তারকা দম্পতি

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক