‘ধূমকেতু’র ট্রেলার দেখার পর তাতে মুগ্ধ হয়ে নায়িকা শুভশ্রীকে চিঠি লিখলেন প্রযোজনা সংস্থা ‘এসভিএফ’এর কর্ণধার মহেন্দ্র সোনি। একগুচ্ছ ফুল এবং সেই বিশেষ চিঠি অভিনেত্রীর উদ্দেশ্যে পাঠিয়েছিলেন ওই প্রযোজক। যা দেখে রীতিমতো আপ্লুত অভিনেত্রী নিজেও। তিনি সেটির ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
লেখা, ‘প্রিয় শুভশ্রী, গতকাল আমি তোমাকে দেখেছি উজ্জ্বল, শান্ত এবং সর্বদার মতোই করুণাময়। দেবের পাশে দাঁড়িয়ে ধূমকেতুকে ১০ বছর পর জীবিত করতে। কী এক মুহূর্ত! পরাণ জায় জালিয়া রে’তে আমরা সেই প্রথম দিকের আতশবাজি মেয়ে থেকে শুরু করে আজ তুমি যে মর্যাদাপূর্ণ নারী, মা, অভিনেত্রী এবং শক্তির কণ্ঠস্বর, সবই দেখেছি।’
‘তোমার যাত্রা অসাধারণ। আর শুধু মাইলফলক অর্জনের জন্যই নয়, বরং তুমি যেভাবে মাথা উঁচু করে, খোলা হৃদয়ে এবং মেরুদণ্ড সোজা রেখে সেগুলো অতিক্রম করেছো তার জন্যও। গতকালের সাক্ষাৎকার এবং অনুষ্ঠানটি তোমরা যেভাবে পরিচালনা করেছো, তা আমাকে মনে করিয়ে দিয়েছে কেন আমরা এসব করি!’
‘সিনেমা কেন কেবল হিট এবং শিরোনাম নয়, বরং মানুষ, বেদনা, আবেগ এবং অধ্যবসায় সম্পর্কে। তুমি এমন একটি জীবন, একটি উত্তরাধিকার, একটি কণ্ঠস্বর তৈরি করেছ যা অনেক তরুণী প্রশংসা করবে। ধূমকেতু উজ্জ্বলভাবে উজ্জ্বল হোক এবং ইতিহাসে তার স্থান অর্জন করুক। এবং তোমার ব্যক্তিগত এবং পেশাদার যাত্রা অব্যাহত থাকুক।’
অন্যদিকে শুভশ্রী লেখেন, ‘এই চিঠি আমার হৃদয় এবং আত্মা ছুঁয়ে গেছে। আমি হেসেছি, আমি কেঁদেছি আমি নিজেকে ভীষণই বিশেষ অনুভব করেছি। তুমি অনেক বিশেষ মণিদা। এটা সর্বশ্রেষ্ঠ উপহার। তোমার অনুপ্রেরণামূলক কথা সেই আতশবাজি মেয়েকে আজও জ্বালানী সরবরাহ করে। আমি তোমাকে অনেক ভালোবাসি।’