শিয়ালদহ–হাওড়া ডিভিশনে ব্যাপক ট্রেন পরিবর্তন

পূর্ব রেল আগাম সতর্ক করে জানিয়েছে যে ডিসেম্বরে একাধিক দিনে শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে ট্রেন চলাচলে বড়সড় প্রভাব পড়তে চলেছে। শিয়ালদহ ডিভিশনে ট্র্যাক রক্ষণাবেক্ষণ এবং হাওড়া ডিভিশনে নন-ইন্টারলকিং কাজের সময়সীমা বাড়ায় বিভিন্ন ট্রেন দেরি, বাতিল ও পথ পরিবর্তিত হবে।

শিয়ালদহ ডিভিশনে ট্র্যাক রক্ষণাবেক্ষণ
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯–১০ ডিসেম্বর, ১১–১২ ডিসেম্বর এবং ১৩–১৪ ডিসেম্বর—এই তিন দফায় মাঝরাতে চার ঘণ্টা করে ধুবুলিয়া–মুড়াগাছা শাখায় ট্র্যাফিক ব্লক রাখা হবে।

এর প্রত্যক্ষ প্রভাব পড়বে ৫৩১৮১ আপ শিয়ালদহ–লালগোলা প্যাসেঞ্জার ট্রেনে।

৯, ১১ ও ১২ ডিসেম্বর এই ট্রেন ১ ঘণ্টা দেরিতে ছাড়বে শিয়ালদহ থেকে।

রুটে কাটছাঁট করা হয়েছে—ট্রেনটি কৃষ্ণপুর স্টেশনে শেষ হবে।

যাত্রীদের অসুবিধা কমাতে পূর্ব রেল জানিয়েছে যে বিকল্প ব্যবস্থাও বিবেচনা করা হচ্ছে।

হাওড়া ডিভিশনে নন-ইন্টারলকিংয়ের কাজ
হাওড়া ডিভিশনের বর্ধমান–খানা শাখায় খানা স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজের সময়সীমা বৃদ্ধি পাওয়ায় ১০ ডিসেম্বর একাধিক এক্সপ্রেস ট্রেনের পথ পরিবর্তিত হচ্ছে।

পথ পরিবর্তিত ট্রেনগুলি (ব্যান্ডেল–কাটোয়া–আজিমগঞ্জ হয়ে)
1. ১৩০১৭ হাওড়া–আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস
2. ১৩০২৭ হাওড়া–আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস

অতিরিক্ত স্টপেজ: নবদ্বীপধাম, কাটোয়া, সালার, খাগড়াঘাট রোড, লালবাগ কোর্ট

3. ১৩১৭৫ শিয়ালদহ–শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
4. ১৩০৫৩ হাওড়া–রाधिकাপুর কুলিক এক্সপ্রেস
5. ১৩১৬১ কলকাতা–বালুরঘাট তেভাগা এক্সপ্রেস
6. ১২৩৪৫ হাওড়া–গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস
7. ১৩১৪৭ শিয়ালদহ–বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস

অতিরিক্ত স্টপেজ: ব্যান্ডেল, নবদ্বীপধাম, কাটোয়া, সালার, খাগড়াঘাট রোড, লালবাগ কোর্ট, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড

আরও পড়ুন,
গড়বেতায় থামবে দিঘা–পুরী–রাঁচি–কামাখ্যার একাধিক ট্রেন, বছরশেষে যাত্রীদের বাড়তি সুবিধা

বিকল্প রুট (ব্যান্ডেল–কাটোয়া–আহমদপুর হয়ে)
1. ১৩০১৫ হাওড়া–জামালপুর কবিগুরু এক্সপ্রেস

2. ১৩১৮৭ শিয়ালদহ–রামপুরহাট মা তারা এক্সপ্রেস

স্টপেজ: নবদ্বীপধাম, কাটোয়া, আহমদপুর

আরও পড়ুন,
Indian Railway: ভুল তথ্য ছড়িয়ে যাত্রীদের বিভ্রান্ত! অভিযোগ ভ্লগারদের বিরুদ্ধে, নিয়ম ভাঙলেই আইনি ব্যবস্থা নেব ভারতীয় রেল

বাতিল ও রুট ছোটো হওয়া ট্রেন
১০ ডিসেম্বর শিয়ালদহ–সিউড়ি মেমু এক্সপ্রেস সম্পূর্ণ বাতিল।
আরও বেশ কিছু মেমু ও লোকাল ট্রেন বাতিল বা আংশিকভাবে চালানো হবে।
ট্রেনগুলির রুটও বিভিন্ন ক্ষেত্রে ছোট করা হয়েছে যান্ত্রিক কাজের সুবিধার্থে।

আরও পড়ুন,
হাওড়া ডিভিশনে বিপর্যস্ত ট্রেন চলাচল: একাধিক এক্সপ্রেসসহ ২৪টি লোকাল বাতিল

উপসংহার
ডিসেম্বরে শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে রক্ষণাবেক্ষণ ও নন-ইন্টারলকিংয়ের জেরে ট্রেন চলাচলে বড়সড় পরিবর্তন আসছে। যাত্রীরা আগেই সময়সূচি দেখে নিলে ভোগান্তি অনেকটাই কমবে বলে পূর্ব রেল জানিয়েছে।

আরও পড়ুন,
নতুন ট্রেন, নতুন স্টপেজ: সিউড়ি–মুর্শিদাবাদ জেলায় রেলের পরিষেবা সম্প্রসারণের দাবি

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক